সোনার ছেলে ইয়ামালের ঝুলিতে আরেকটি পুরস্কার
বয়স মাত্র ১৭, এখনই নিজেকে সময়ের অন্যতম সেরা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন লামিনে ইয়ামাল। বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড কদিন আগে জিতেছেন কোপা অ্যাওয়ার্ড। ব্যালন ডি’অরে সেরা উদীয়মান তারকার পুরস্কার পাওয়া ইয়ামাল এবার পেলেন গোল্ডেন বয়ের খেতাব। ইতালির ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম টুট্টোস্পোর্ট প্রতিবছর এই অ্যাওয়ার্ড দিয়ে আসছে।
মূলত, অনূর্ধ্ব-২১ বছর বয়সী ফুটবলারদের দেওয়া এই সম্মান। গত বছর এই পুরস্কার জিতেছিলেন রিয়াল মাদ্রিদ তারকা জুড বেলিংহাম। তবে, সবচেয়ে কম বয়সী হিসেবে গোল্ডেন বয় জিতেছেন ইয়ামাল। তারচেয়ে কম বয়সে এটি জিততে পারেননি আর কেউ। কোপা ট্রফিও সবচেয়ে কম বয়সী হিসেবে পেয়েছিলেন ইয়ামাল।
গোল্ডেন বয়ের খেতাব পেয়ে ইয়ামাল বলেন, ‘পুরস্কার পাওয়া সবসময় গর্বের ব্যাপার। আমি ভীষণ খুশি। টুট্টোস্পোর্টকে ধন্যবাদ আমাকে সম্মানিত করার জন্য। পাশাপাশি আমার সতীর্থ, কোচিং স্টাফ ও স্পেন জাতীয় দলের সবার কাছে কৃতজ্ঞ। তাদের সহায়তা ছাড়া কোনোকিছু অর্জন করা সম্ভব ছিল না।’
২০২৩-২৪ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ফুটবলের এই বিস্ময়বালক। ১৬ বছরেই জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ। জাতীয় দলের পাশাপাশি ইয়ামাল উজ্জ্বল ক্লাবেও। লা লিগায় এল ক্ল্যাসিকোতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করেছেন মাদ্রিদের মাঠেই।
কুঁড়ি থেকে ফুল হওয়ার আগেই যে সুবাস ছড়াচ্ছেন ইয়ামাল, তাকে সম্মানিত না করে উপায় কিসে! একের পর এক রেকর্ড, নিজেকেই নিজে ছাড়িয়ে যাওয়া, ভয়হীন ফুটবলে ইয়ামাল হয়ে উঠেছেন তারুণ্যের প্রতীক।