সাকিবের বাংলা টাইগার্সের টানা দ্বিতীয় হার
হারের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলা টাইগার্স। আবুধাবি টি-টেন লিগে আবারও হারের মুখ দেখল দলটি। সাকিব আল হাসানের নেতৃত্বে মাঠে নামা দলটি ম্যাচে কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেনি। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ডেকান গ্ল্যাডিয়েটর্সের কাছে বাংলা টাইগার্স হেরেছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে রানে। ছয় ম্যাচে সাকিবদের এটি চতুর্থ হার।
আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নেয় ডেকান গ্ল্যাডিয়েটর্স। অধিনায়কের এই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেছেন বোলাররা। ১০ ওভারে ছয় উইকেট হারিয়ে বাংলা টাইগার্স তুলতে পেরেছে মাত্র ৭২ রান। জবাবে ৫.১ ওভারে এক উইকেটে ৭৪ রান তুলেছে ডেকান গ্ল্যাডিয়েটর্স।
গত ম্যাচের মতো এদিনও অপরাজিত ছিলেন সাকিব। তবে ২২ বলে ১৫ রানের মন্থর ইনিংসটি দলের কোনো কাজেই আসেনি। ১৫ বলে ১৯ রান করেন ইফতেখার আহমেদ। শেষ দিকে আট বলে অপরাজিত ১২ রান করেন রশিদ খান, তাতে ৭০ রান পার করে বাংলা টাইগার্স।
জবাব দিতে নেমে ১৭ রানে একমাত্র উইকেটটি হারায় ডেকান। এরপর অধিনায়ক নিকোলাস পুরান ও জস বাটলার মিলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ১৩ বলে পাঁচটি ছক্কায় অপরাজিত ৩৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন পুরান। ১৩ বলে একটি চার ও তিন ছক্কায় বাটলারের ব্যাট থেকে আসে অপরাজিত ২৯ রান।
ছয় ম্যাচে চার পয়েন্ট নিয়ে ১০ দলের টুর্নামেন্টে বাংলা টাইগার্স আছে আট নম্বরে।