চ্যাম্পিয়নস ট্রফি ইস্যুতে বিসিসিআইয়ের ওপর চটেছেন আফ্রিদি
আগামী ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানে হওয়ার কথা চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু ভারতীয় দলকে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি দেয়নি ভারতের সরকার। তারা পাকিস্তানে যাবে না বলে আইসিসিকে জানিয়ে দিয়েছে বিসিসিআই। এমতবস্থায় হাইব্রিড মডেলে করার পরিকল্পনা আইসিসি। সেই পরিকল্পনা বুঝতে পেরে বিসিসিআইয়ের ওপর চটলেন সাবেক পাকিস্তানি তারকা শহীদ আফ্রিদি।
সোশ্যাল মিডিয়ায় নিজের মনোভাব প্রকাশ করেন এই সাবেক ক্রিকেটর। তিনি মনে করেন, এই বিষয়টি এবার আইসিসির নিজের হাতে নিয়ে নেওয়া উচিত। বিসিসিআইয়ের তীব্র সমালোচনা করেন আফ্রিদি। জানান, অতীতে দুই দেশের মধ্যে রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তাজনিত সমস্যা থাকা সত্ত্বেও পাকিস্তান ক্রিকেট দল ভারতে খেলতে এসেছে। তাই ভারতেরও উচিত পাকিস্তানে খেলতে যাওয়া।
নিজের এক্স হ্যান্ডেলে আফ্রিদি লেখেন, 'রাজনীতির সঙ্গে খেলাকে মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে বিসিসিআই। হাইব্রিড মডেল নিয়ে পিসিবির অবস্থানের পূর্ণ সমর্থন করি। বিশেষে করে ২৬/১১ ঘটনার পর নিরাপত্তা নিয়ে চিন্তা থাকা সত্ত্বেও পাকিস্তান দল পাঁচবার ভারত সফরে গিয়েছে। এবার আইসিসি এবং তাদের বোর্ড অফ ডিরেক্টরদের ন্যায্য সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে গিয়েছে।'
ভারতের আপত্তিতে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট করার প্রস্তাব দেয় আইসিসি। ভারতের ম্যাচগুলো দুবাইয়ে রাখার কথা বলা হয়। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দিয়েছে পিসিবি। কোনওভাবেই চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে যেতে দিতে রাজি নয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। তাদের এই অনড় মনোভাবে সমস্যায় পড়েছে আইসিসি। হাইব্রিড মডেলে হলে, গ্রুপ পর্বের ম্যাচগুলো সংযুক্ত আরব রাখা হতে পারে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার আলোচনায় বসবে আইসিসির বোর্ড অফ ডিরেক্টররা। ক্রিকেটপ্রেমীদের নজর থাকবে সেদিকেই।