র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আর্জেন্টিনা, ব্রাজিল কততে?
আর্জেন্টিনার অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় কিছুটা ছেদ পড়েছে ঠিকই, তবে হেরফের হয়নি ফিফা র্যাঙ্কিংয়ে। যথারীতি শীর্ষেই আছে লিওনেল মেসিরা। ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান সবার ওপরে। যদিও, বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচে একটি হার ও ড্রতে কমেছে দলটির রেটিং পয়েন্ট।
নভেম্বরের শুরুতে শীর্ষে থাকা আর্জেন্টিনার রেটিং পয়েন্ট ছিল এক হাজার ৮৮৩.৫। ১৬.২৫ পয়েন্ট কমে সেটি এখন এক হাজার ৮৬৭.২৫। দুইয়ে থাকা ফ্রান্সেরও রেটিং পয়েন্ট কমেছে ০.০৭। এক হাজার ৮৫৯.৭৮ পয়েন্ট নিয়ে আলবিসেলেস্তেদের পরেই ফরাসিদের অবস্থান।
তালিকায় পাঁচ নম্বরে আছে ব্রাজিল। তাদের অবস্থান না বদলালেও কমেছে রেটিং পয়েন্ট। ৮.৫২ পয়েন্ট হারিয়ে দলটির সংগ্রহে এখন এক হাজার ৭৭৫.৮৫। তিন ও চারে আছে যথাক্রমে স্পেন ও ইংল্যান্ড।
সেরা পাঁচে কোনো পরিবর্তন না হলেও সেরা দশে বদল হয়েছে চারটি জায়গা। এক ধাপ করে এগিয়ে পর্তুগাল ও নেদারল্যান্ডস আছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে। দুই ধাপ পিছিয়ে আটে বেলজিয়াম। ৯ নম্বরে থাকা ইতালি নিজ জায়গায় থাকলেও এক ধাপ এগিয়ে সেরা দশে জায়গা পেয়েছে জার্মানি।
চলতি বছর আর কোনো ম্যাচ নেই আর্জেন্টিনার। দুইয়ে থাকা ফ্রান্সেরও কোনো খেলা নেই। ফলে, শীর্ষে থেকে বছর শেষ করার সম্ভাবনা আছে মেসিদের। আগামী ১৯ ডিসেম্বর শেষবারের মতো চলতি বছরের র্যাঙ্কিং হালনাগাদ করবে ফিফা। তখন নিশ্চিতভাবে বোঝা যাবে বিষয়টি।