অনড় ভারত-পাকিস্তান, সিদ্ধান্ত ছাড়াই শেষ আইসিসি সভা
পেন্ডুলামের মতো দুলছে ২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির ভাগ্য। ভারত-পাকিস্তানের অনড় অবস্থানের কারণে মাত্র তিন মাসেরও কম সময় হাতে থাকলেও আইসিসি এখনও এই টুর্নামেন্টের সূচি প্রকাশ করতে পারেনি। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শুক্রবার ভার্চুয়াল মিটিংয়ের আয়োজন করা হলে তাতেও মেলেনি সমাধান।
জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো জানিয়েছে, ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করেন আইসিসির পূর্ণ সদস্য ১২টি বোর্ডের প্রতিনিধি, তিনটি সহযোগী সদস্য বোর্ডের প্রতিনিধি, একজন নিরপেক্ষ পর্যবেক্ষক, আইসিসির চেয়ারম্যান এবং প্রধান নির্বাহীর। বাংলাদেশ থেকে এতে অংশ নেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। মাত্র ১৫ মিনিটের মধ্যেই কোনো রকম সিদ্ধান্ত ছাড়া সভা শেষ হয়ে গেছে।
জানা গেছে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ভারত-পাকিস্তানকে আরও সময় দিয়েছে আইসিসি। এর সঙ্গে অন্য বোর্ডগুলোর কাছ থেকেও মতামত জানতে চাইবে। আগামী ১ ডিসেম্বর জয় শাহ আইসিসির চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর পরবর্তী বৈঠকটি হতে পারে বলে বেশ কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে।
সিদ্ধান্ত চূড়ান্ত করার জন্য শুক্রবারের সভায় রাখা হয়েছিল তিনটি অপশন। প্রথম অপশনটি হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন। যেখানে ভারতের ম্যাচগুলো বাদ দিয়ে টুর্নামেন্টের বাকি সব ম্যাচ পাকিস্তানেই আয়োজনের পরিকল্পনা।
দ্বিতীয় অপশনটি অবশ্য পুরোপুরি ভারতের পক্ষেই যায়। যেখানে পুরো আসরটিই পাকিস্তানের বাইরে আয়োজনের চিন্তা করা হচ্ছে। অবশ্য অন্য দেশে আয়োজন হলেও আয়োজক স্বত্ব থাকবে পাকিস্তানের অধীনেই। আর তৃতীয় ও শেষ অপশনটি ভারতকে বাদ দিয়েই পুরো আসর পাকিস্তানের আয়োজনের পরিকল্পনা। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় আইসিসি।