সিরিজ বাঁচানোর লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
ক্যারিবীয় সফরের শুরুটা হয়েছে চরম হতাশা দিয়ে। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। সেই হতাশাকে সঙ্গে নিয়ে এবার সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল।
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কিংস্টনের সাবিনা পার্কে ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচটিতে টসে জিতেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় রাত ৯টায়। সেই ম্যাচ ভেজা আউটফিল্ডের কারণে গড়াতে গড়াতে সময় নিয়েছে পাঁচ ঘণ্টা! দীর্ঘ পাঁচ ঘণ্টা মাঠ শুকানোর পর প্রস্তুত হয়েছে উইকেট। ফলে বাংলাদেশ সময় রাত ২টায় গড়ায় নির্ধারণ করা হয় ম্যাচ শুরুর সময়। আর দেড়টায় হয় টস।
পাকিস্তানে ঐতিহাসিক সিরিজ জয়ের পর টানা পাঁচ টেস্টে হারের তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ। ক্যারিবীয়দের সঙ্গে এবার দ্বিতীয় ম্যাচ হারলে টানা তিন সিরিজে ধবলধোলাই হবেন মিরাজ-তাসকিনরা। সাবিনা পার্কে সেটি এড়ানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ লাল-সবুজের প্রতিনিধিদের সামনে।
বাংলাদেশের মূল সমস্যা ব্যাটিং। প্রতিনিয়ত ব্যাটিং বিভাগ ভোগাচ্ছে অতিথিদের। প্রতিটি ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হচ্ছেন ব্যাটাররা। অধারাবাহিক পারফরম্যান্সে দল পড়ছে বিপদে। যাতে, ম্লান হচ্ছে বোলারদের সাফল্য।
অ্যান্টিগা টেস্টেই যেমন বল হাতে দুর্দান্ত ছিলেন তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম। তাসকিন তো ছয় উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং ফিগারটাও উপহার দিয়েছেন অ্যান্টিগাতে। তবে দলের ব্যর্থতায় ঢাকা পড়ে গেছে তার সাফল্য।
নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক মিরাজও মানছেন ব্যাটিং ব্যর্থতার বিষয়টি। তিনি অবশ্য শুনিয়েছেন আশার কথা। জানিয়েছেন ঘুরে দাঁড়ানোর কথা। তবে মাঠে তার প্রতিফলন কেমন হয় সেটা দেখা অপেক্ষা। যদি এবারও ব্যর্থতার নমুনা দেখান জয়-লিটনরা তাহলে আরেকবার হোয়াইটওয়াশের লজ্জায় ডুবতে হবে বাংলাদেশকে।