বাংলাদেশের ব্যাটিংয়ে পুরনো হতাশার গল্প
দল বদলায়, ভেন্যু বদলায়, ফরম্যাটও বদলায়। শুধু বদলায় না বাংলাদেশের ব্যাটিং চিত্র। অ্যান্টিগার টেস্টের পর জ্যামাইকাতেও বাংলাদেশের ব্যাটিংয়ে হতাশার সুর। দুই সেশন পণ্ড হওয়া ম্যাচে মাঠে নেমেই ১০ রানের মধ্যেই দুই টপ অর্ডারকে হারিয়ে ফেলেছে বাংলাদেশ।
হতাশার শুরুটা হয় মাহমুদুল হাসান জয়কে দিয়ে। কেমার রোচের আউটসুইংয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন এই ওপেনার। রোচের অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে ৩ রানে ধরা পড়েন তিনি।
জয়ের পর মুমিনুল হককেও ফাঁদে ফেলেন রোচ। ওয়ানডাউনে নামা মুমিনুলকে রানের খাতাই খুলতে দেননি রোচ। বাংলাদেশকে জোড়া ধাক্কা দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে রঙিন শুরু এনে দিলেন এই বোলার।
বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন, ফিরলেন নাহিদ
প্রথম টেস্টের হতাশা ভুলতে দ্বিতীয়টিতে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্যামাইকা টেস্টে বাংলাদেশ একাদশে ঢুকেছেন নাহিদ রানা ও সাদমান ইসলাম। তাদের জায়গা দিতে বাদ পড়েছেন জাকির হাসান ও শরিফুল ইসলাম।
একাদশে পরিবর্তন আনলেও আগের মতোই কম্বিনেশন রেখেছে বাংলাদেশ। আগের টেস্টে যেমন দুই স্পিনার ও তিন পেসার ছিলেন এবারও তাই।
অন্যদিকে এই টেস্টের একাদশে কোনো পরিবর্তন আনেনি ওয়েস্ট ইন্ডিজ। অ্যান্টিগায় জয়ের ম্যাচের একাদশ নিয়েই মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, শাহাদাত হোসেন, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলি, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), মিকাইল লুই, আলিক আথানেজ, কেসি কার্টি, জশুয়া দা সিলভা, জাস্টিন গ্রিভস, কাভেম হজ, আলজারি জোসেফ, শামার জোসেফ, কিমার কোচ, জেডেন সিলস।
সিরিজ বাঁচানোর লড়াইয়ে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। কিংস্টনের সাবিনা পার্কে ক্যারিবীয়দের বিপক্ষে ম্যাচটিতে টসে জিতেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
ম্যাচটি শুরু হওয়ার কথা বাংলাদেশ সময় রাত ৯টায়। সেই ম্যাচ ভেজা আউটফিল্ডের কারণে গড়াতে গড়াতে সময় নিয়েছে পাঁচ ঘণ্টা! দীর্ঘ পাঁচ ঘণ্টা মাঠ শুকানোর পর প্রস্তুত হয়েছে উইকেট। ফলে বাংলাদেশ সময় রাত ২টায় গড়ায় নির্ধারণ করা হয় ম্যাচ শুরুর সময়। আর দেড়টায় হয় টস।