হাইব্রিড মডেলে রাজি পাকিস্তান, আইসিসিকে দিল তিন শর্ত
নিরাপত্তা ইস্যুতে ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি খেলতে পাকিস্তানে না যাওয়ার কথা আগেই জানিয়ে দিয়েছিল ভারত। তাদের চাওয়া ছিল হাইব্রিড মডেল। কিন্তু এই মডেলে চরম আপত্তির কথা শুরু থেকেই জানিয়ে আসছে পাকিস্তান। অবশেষে সুর নরম করল পিসিবি, তিন শর্তে রাজি রাজি হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে।
গতকাল শনিবার (৩০ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ‘হাইব্রিড মডেলে’ রাজি হয়ে গেল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিনটি শর্তে পিসিবি হাইব্রিড মডেলে রাজি হয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, এতদিন যে অনিশ্চয়তা ছিল, তা অবশেষে কেটে গেল।
প্রথম শর্ত হল, আইসিসি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের জন্য যে টাকা দেওয়া হত, সেটা পাঁচ মিলিয়ন ডলার মতো বাড়িয়ে দেওয়া হোক। ২০২৪ সাল থেকে ২০২৭ সালের মধ্যে আইসিসির মুনাফার যে ৫.৭ শতাংশের মতো দেওয়া হবে, সেটা বাড়িয়ে যেন ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়। অর্থাৎ মুনাফা প্রদানের অঙ্কটা ০.৫ শতাংশের মতো বাড়ানোর দাবি তোলা হয়েছে। সেইসঙ্গে ২০৩১ সাল পর্যন্ত ভারতে যে যে আইসিসি ইভেন্ট হবে, সেগুলিও 'হাইব্রিড মডেলে' করার পক্ষে প্রস্তাব দিয়েছে পিসিবি। আর সেই শর্তগুলি যদি আইসিসি মেনে নেয়, তাহলে 'হাইব্রিড মডেলে' আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনে আপত্তি নেই পাকিস্তান বোর্ডের।
এই বিষয়ে পিসিবি প্রধান মহসিন নাকভি জানিয়েছেন, ‘খুব বেশি কিছু বলতে চাই না। কারণ তাতে পুরো বিষয়টাই পণ্ড হয়ে যেতে পারে। আমরা আমাদের দিকটা আইসিসিকে জানিয়েছি, ভারতও ওদের দিকটা জানিয়েছে। এমন একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা হচ্ছে, যেন দুই দেশই জেতে। আমরাও জিতি। ভারতও জেতে।’