বিপিএলে ফের পারিশ্রমিক বিতর্ক, অভিযোগের তীর রংপুরের দিকে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) পারিশ্রমিক বিতর্ক নতুন নয়। নানা সময়ে ক্রিকেটার ও ফ্রাঞ্চাইজির মধ্যে এ নিয়ে দ্বন্দ্বও তৈরি হয়েছে। ফের একবার আলোচনায় পারিশ্রমিক বিতর্ক। এবার বিপিএলের অন্যতম ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্সের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন দক্ষিণ আফ্রিকান স্পিনার ইমরান তাহির।
গতকাল বুধবার (৪ ডিসেম্বর) গ্লোবাল টি-টোয়েন্টিতে রংপুরের বিপক্ষে ম্যাচের আগে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান তাহির জানিয়েছেন, গত বছর বিপিএলে রংপুরের জার্সিতে খেললেও চুক্তির পুরো অর্থ এখনও বুঝে পাননি তাহির। যদিও এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি রংপুর কর্তৃপক্ষ।
এই বিষয়ে ইমরান তাহির বলেন, ‘আমি ব্যক্তিগত কারণে গায়ানার হয়ে এই ম্যাচটি জিততে চাই। কারণ গত বছর আমি রংপুরের হয়ে বিপিএলে খেলেছিলাম। আমি এখনও আমার চুক্তির পুরো অর্থ বুঝে পাইনি। যার ফলে তাদের বিপক্ষে পারফর্ম করতে আমি অনেকটাই মুখিয়ে আছি।’
অবশ্য প্রথম ম্যাচে ঠিকই গায়ানার বিপক্ষে জয় তুলে নিয়েছে রংপুর রাইডার্স। তানজিম সাকিবের দল গায়ানা অ্যামাজন ওরিয়র্সকে ১৫ রানে হারিয়েছে সোহানের রংপুর। আসরের প্রথম দুই ম্যাচে হার সঙ্গী হয়েছিল রংপুরের। গায়ানার প্রভিডেন্সে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রানের সংগ্রহ পায় রংপুর। জবাবে ১৯ ওভার ১ বলে ১০২ রানেই গুটিয়ে যায় গায়ানার ইনিংস।