রেকর্ড গড়া জুটির পর হার, যা বললেন বাংলাদেশ অধিনায়ক
ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিলেটে আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) একেবারে খারাপ করেনি বাংলাদেশ। তৈরি হয়েছিল জয়ের সম্ভাবনা। শেষ দিকের ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হেরেছে ১২ রানে। অথচ, ১৭০ রানের লক্ষ্যে নেমে দুই ওপেনার মিলে গড়েন ১০৩ রানের জুটি।
দিলারা আক্তার ও সুবহানা মুস্তারির ১০৩ রান উদ্বোধনী জুটিতে টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড। এমন শুরুর পরও কি না হারতে হলো ম্যাচ! বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি এজন্য দায়ী করলেন নিজেদেরই। ম্যাচ শেষে তিনি জানান, মাঝের ওভারগুলোতে আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।
জ্যোতি বলেন, ‘আমরা ভালো বল করতে পারিনি। ফিল্ডাররা বোলারদের সহযোগিতা করতে পারেনি। ব্যাটিংটা দারুণভাবে শুরু করেছিলাম। নিজেদের সবটুকু দিয়েছিলাম। কিন্তু, টানা কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ি। আমরা ভেবেছিলাম, রান তাড়া করতে পারব। শেষ দিকে আয়ারল্যান্ড খুব ভালো বোলিং করেছে। মাঝের ওভারগুলোতে আমাদের আরও দায়িত্বশীল হওয়া উচিত ছিল।’
বাংলাদেশ মূলত ম্যাচ হেরে যায় শেষ দিকে দ্রুত কয়েকটি উইকেট হারিয়ে। ১৩৭ রানে তিন উইকেট থেকে ১৫৩ রানে নেই সাতটি। ১৬ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়া দলটি এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি।