আইসিসির সভা স্থগিত, ঝুলছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য
বিশ্বকাপের পর আইসিসির দ্বিতীয় মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী বছর ফেব্রুয়ারি পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা টুর্নামেন্টটি। তবে, সেটি দুলছে অনিশ্চয়তার দোলাচলে। পাকিস্তানে গিয়ে কোনো ম্যাচ খেলতে রাজি নয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারত চায়, নিজেদের ম্যাচগুলো অন্য দেশে খেলতে। পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও পুরোপুরি সায় দেয়নি হাইব্রিড মডেলে। জুড়ে দিয়েছে নানা শর্ত।
এসব নিয়ে নভেম্বরের শেষ সপ্তাহে আইসিসির সভায় দুই দেশের বোর্ড অনড় ছিল নিজ নিজ সিদ্ধান্তে। সেই সভায় কোনো সিদ্ধান্ত না হওয়ায় আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পুনরায় সভা ডাকে আইসিসি। তবে, পিসিবির কেউ সভায় যোগ দেননি। পরবর্তীতে স্থগিত করা হয় সেটি। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তানের প্রতিবেদন অনুসারে জানা যায় ব্যাপারটি।
আইসিসিকে দেওয়া পিসিবির শর্তগুলোর মধ্যে অন্যতম তিনটি হলো— পাকিস্তানের বাইরে যে কয়টি ম্যাচ আয়োজন করা হবে, সেসবের ক্ষতিপূরণ দিতে হবে পিসিবিকে। ভবিষ্যতে ভারতে অনুষ্ঠিতব্য আইসিসির ইভেন্টগুলোও হাইব্রিড মডেলে আয়োজন করতে হবে। পাশাপাশি ভারত ও পাকিস্তানকে নিয়ে নিরপেক্ষ ভেন্যুতে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে হবে।
এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে পিসিবি সভাপতি মহসিন নকভি বলেন, ‘আমাদের জায়গা থেকে আমরা পরিষ্কার বার্তা দিচ্ছি। আমার দেশের ক্রিকেটের ভালোর জন্য যা যা প্রয়োজন, সবই করব। আইসিসির সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমরা বলেছি, যদি ভারত তাদের দল না পাঠায়, পরবর্তীতে আমরাও কোনো টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে ভাবব। এরপর ভারতে যাওয়া ঠিক হবে কি না, সেটি বিবেচনা করতে হবে। আইসিসিকে জানিয়ে দিয়েছি, এখন থেকে যা হবে সমতার ভিত্তিতে হবে।’