চ্যাম্পিয়ন্স ট্রফি
পাকিস্তানের দেওয়া শর্তে রাজি হতে পারে ভারত
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে তৈরি হচ্ছে নিত্যনতুন গল্প। একেক দিন একেক দিকে গল্প মোড় নেয়। ভারত-পাকিস্তান দুই দেশই নিজ নিজ সিদ্ধান্তে অনড় থাকায় আইসিসি পড়েছে বিপাকে। তবে শোনা যাচ্ছে, পাকিস্তানের জুড়ে দেওয়া শর্তগুলোতে রাজি হয়েছে ভারত, আইসিসি তৈরি হচ্ছে হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া, বার্তাসংস্থা পিটিআই ও ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর একাধিক প্রতিবেদন অনুসারে, হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আইসিসিকে মৌখিক সম্মতি দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামীকাল শনিবার (৭ ডিসেম্বর) আইসিসির সভায় অনুমোদন পাবে সেটি।
আইসিসিকে দেওয়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) শর্তগুলোর মধ্যে অন্যতম তিনটি হলো— পাকিস্তানের বাইরে যে কয়টি ম্যাচ আয়োজন করা হবে, সেসবের ক্ষতিপূরণ দিতে হবে পিসিবিকে। ভবিষ্যতে ভারতে অনুষ্ঠিতব্য আইসিসির ইভেন্টগুলোও হাইব্রিড মডেলে আয়োজন করতে হবে। পাশাপাশি ভারত ও পাকিস্তানকে নিয়ে নিরপেক্ষ ভেন্যুতে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজন করতে হবে। এর মধ্যে নিরপেক্ষ ভেন্যুর বিষয়টি ২০২৭ সাল পর্যন্ত মেনে নেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
এই সময়ের মধ্যে ভারত নারীদের ওয়ানডে বিশ্বকাপ এবং ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। হাইব্রিডের নিয়ম মেনে সেসব প্রতিযোগিতায় পাকিস্তান দল ভারতে খেলতে আসবে না। খেলা হবে নিরপেক্ষ কোনো ভেন্যুতে।
শনিবারের সভায় প্রস্তাব মেনে নিলে হয়তো টুর্নামেন্টের সূচিও প্রকাশ করতে পারে আইসিসি। সভা শেষ হওয়ার আগে অবশ্য কিছুই বলা যাচ্ছে না। কারণ, গত এক সপ্তাহে চ্যাম্পিয়ন্স ট্রফি ইস্যুতে আইসিসির দুটি সভার একটি স্থায়ী হয়েছে ১৫ মিনিট, আর গতকালেরটি স্থগিতই করতে হয়েছে।