ভিক্টোরিয়াকে উড়িয়ে রংপুর রাইডার্সের শিরোপা উল্লাস
দেশের বাইরে প্রথম টুর্নামেন্টে যাওয়ার আগে আশার কথা শুনিয়েছিলেন রংপুর রাইডার্সের ক্রিকেটার থেকে শুরু করে কোচিং প্যানেলের সদস্যরা। তবে, প্রত্যাশা আর প্রাপ্তির মেলবন্ধন শিরোপায় হবে—সেটি ভাবা একটু কঠিন ছিল বোধহয়। রংপুর রাইডার্স সেই কঠিন কাজটিই সম্ভব করল। গ্লোবাল সুপার লিগের ফাইনালে আজ শনিবার (৭ ডিসেম্বর) ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়েছে রংপুর।
গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় রংপুর। সৌম্য সরকারের দুরন্ত ব্যাটিংয়ে ২০ ওভারে তিন উইকেট হারিয়ে রংপুর তোলে ১৭৮ রান। জবাবে ১৮.১ ওভারে ১২২ রানে অলআউট হয় ভিক্টোরিয়া।
ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে ১২৪ রান তোলে রংপুর। ৪৯ বলে ৬৮ রান করে স্টিভেন টেইলর বিদায় নিলেও সৌম্য অপরাজিত ছিলেন ৮৬ রানে। ৫৪ বলে সাজানো ইনিংসে চারের মার ছিল সাতটি, ছক্কা পাঁচটি। ভিক্টোরিয়ার বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে দেন সৌম্য।
রান তাড়ায় ভিক্টোরিয়া শুরু থেকেই এলোমেলো। রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে জয়ের কোনো সম্ভাবনা তৈরি করতে পারেনি অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজিটি। দলের পক্ষে ২২ বলে ৪০ রান করেন জো ক্লার্ক। এটিই তাদের সর্বোচ্চ ইনিংস। ছয়জন ব্যাটার সাজঘরে ফেরেন দুই অঙ্কের রান তোলার আগেই।
রংপুরের পক্ষে তিন উইকেট নেন হারমিত সিং। দুটি করে উইকেট শিকার করেন শেখ মেহেদি, রিশাদ হোসেন ও সাইফ হাসান। কামরুল রাব্বি নেন এক উইকেট। ম্যাচসেরা হন সৌম্য সরকার।
শিরোপা জিতে রংপুর রাইডার্স কর্তৃপক্ষ বলে, বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পেরে আমরা গর্বিত। এই জয় আমাদের নয়, পুরো বাংলাদেশের। আপনাদের সমর্থনই ছিল এই যাত্রায় আমাদের সাফল্যের চাবিকাঠি।