দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আয়ারল্যান্ড
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল সফলতা পেয়েছিল আগে ব্যাট করে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাই টস জিতে আজ শনিবার (৭ ডিসেম্বর) ব্যাটিং বেছে নিতে দ্বিতীয়বার ভাবেননি আইরিশ অধিনায়ক গ্যাবি লুইস।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচামরার। হারলে সিরিজ হাতছাড়া হবে। সিরিজের টিকে থাকতে নিগার সুলতানাদের কাছে জয়ের কোনো বিকল্প নেই। বাংলাদেশ অধিনায়কও জয়ের ব্যাপারে প্রত্যয়ী।
নিগার সুলতানা বলেন, ‘প্রথম ম্যাচে আমাদের কিছু ভুল ছিল। সেসব শুধরে আজ লক্ষ্য থাকবে জয় তুলে নেওয়া। ম্যাচটি অবশ্যেই চ্যালেঞ্জিং। তবে, আমাদের মেয়েরা ভালো করতে মুখিয়ে আছে।’
আইরিশ অধিনায়ক লুইস বলেন, ‘জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। বাংলাদেশ কঠিন প্রতিপক্ষ। প্রথম ম্যাচটি দারুণ ছিল। আমাদের আশা, আজও সেই ছন্দ ধরে রাখা।’