আইরিশদের হারাতে বাংলাদেশের প্রয়োজন ১৩৫ রান
আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের সামনে সমীকরণ একটাই—জিততে হবে। প্রথম টি-টোয়েন্টিতে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে স্বাগতিকরা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে আজ শনিবার (৭ ডিসেম্বর) অবশ্য বল হাতে ভালো করেছে বাংলাদেশ। টস জিতে আগে ব্যাট করা আয়ারল্যান্ড ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে তুলেছে ১৩৪ রান।
উদ্বোধনী জুটিতে দেখেশুনে খেলছিল আইরিশরা। ৩৪ রান তোলার পর সাজঘরে ফেরেন অধিনায়ক গ্যাবি লুইস। দিলারা আক্তারের ক্যাচ বানিয়ে তাকে ফেরান নাহিদা আক্তার। আরেক ওপেনার অ্যামি হান্টারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন জান্নাতুল ফেরদৌস। গ্যাবি ১৪ ও অ্যামি করেন ২৩ রান। ওয়ানডাউনে নামা অরলা প্রিন্ডারগাস্ট বাংলাদেশকে চ্যালেঞ্জ জানানোর চেষ্টা করেছিলেন।
ক্রিজে সেট হওয়া অরলা বিপদ হওয়ার আগেই তাকে বিদায় করেন নাহিদা। ২৫ বলে ৩২ করে সানজিদা আক্তারের তালুবন্দি হন তিনি। ২৫ বলে ৩৫ করে আয়ারল্যান্ডকে বড় সংগ্রহের স্বপ্ন দেখানো লরা ডিলানিকে বোল্ড করেন ফাহিমা খাতুন। ফলে, বেশিদূর যেতে পারেনি সফররাকীরা।
বাংলাদেশের পক্ষে চার ওভারে ২০ রান দিয়ে দুই উইকেট নেন নাহিদা। একটি করে উইকেট শিকার করেন জাহানারা, ফাহিমা ও জান্নাতুল।