ভারতের লক্ষ্য প্রতিশোধ, বাংলাদেশের শিরোপা ধরে রাখা
ছন্দে থাকা বাংলাদেশ দলের সামনে আত্মবিশ্বাসী ভারত। গত এশিয়া কাপের সেমি ফাইনালে বাংলাদেশের কাছে হেরে বিদায় নিয়েছিল আসর থেকে। এবার মঞ্চটা ফাইনালের। ভারতের জন্য প্রতিশোধের। বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন। তাই, ছেড়ে কথা বলবে না মোটেও।
গত বছর প্রথমবারের মতো এশিয়া কাপ জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। এবার লক্ষ্য শিরোপা ধরে রাখা। সেই লক্ষ্যে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রোববার (৮ ডিসেম্বর) এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হবে দুদল।
এশিয়া কাপে গতবার সেমি ফাইনালে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও ভারত। ভারতকে হারিয়ে পরবর্তীতে ফাইনালে ওঠে বাংলাদেশ, আরব আমিরাতকে হারিয়ে জিতে নেয় শিরোপা। এরপর দুদল ওয়ানডেতে আরও একবার মুখোমুখি হয়। সেই ম্যাচে শেষ হাসি ভারতের। সর্বশেষ পাঁচ দেখায় বাংলাদেশ জিতেছে দুটি, ভারত তিনটি।
ম্যাচের আগে বাংলাদেশ দলের সবচেয়ে বড় শক্তি, দলগত ভারসাম্য। ব্যাটিং ও বোলিং দুই বিভাগেই ছন্দে আছেন যুবারা। সেমিতে পাকিস্তানকে অনায়াসে হারিয়েছে দলগত পারফরম্যান্সের সম্মিলনে। ফাইনালের আগে আজিজুল হাকিমরা তাই নিজেদের এগিয়ে রাখেতেই পারেন।
ভারতীয় দলের এক্স ফ্যাক্টর বৈভব সূর্যবংশী। ১৩ বছরের এই বিস্ময়বালক আছেন অসাধারণ ছন্দে। সেমি ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে পাওয়া সাত উইকেটের জয়ে বৈভবের ব্যাট থেকে আসে ৩৬ বলে ৬৭ রানের বিধ্বংসী ইনিংস। যা সাজানো ছিল ছয়টি চার ও পাঁচটি ছক্কার মারে। তার এই ব্যাটিং ভোগাতে পারে বাংলাদেশকে।
মঞ্চটা যখন ফাইনাল, সব চোখরাঙানি উপেক্ষা করে এগিয়ে যেতে হয়। যেখানে পরিসংখ্যান নয়, মাঠের ফর্ম কাজে আসে। বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ সেটি খুব ভালোভাবে জানে।