আইরিশ মেয়েদের কাছে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ
টানা দুই হারের পর সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশের মেয়েরা। ব্যাটিং ব্যর্থতায় শেষ ম্যাচে আয়ারল্যান্ড নারী দলের কাছে হেরে হোয়াইটওয়াশ হলো নিগার সুলতানা জ্যোতির দল।
আজ সোমবার সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে ৪ উইকেটে হেরেছে বাংলাদেশ। এই জয়ে সিরিজ ৩-০ ব্যবধানে জিতল আইরিশ নারীরা।
এর আগে ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল আয়ারল্যান্ড। এবার সংক্ষিপ্ত ফরম্যাটে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে প্রতিশোধ নিল সফরকারীরা।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সোমবার আগে ব্যাট করতে নেমে স্রেফ ১২৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। দলের হয়ে সোবহানা মোস্তারিন ও শারমিন আক্তার ছাড়া সেভাবে কেউই ভালো করতে পারেননি। সোবহানা করেছেন ৪৩ বলে ৪৫ রান। আর শারমিন সুপ্তা করেছেন ৩৪ রান। এই জুটি ফেরার পর তাশের ঘরের মতো গুঁড়িয়ে যায় বাংলাদেশের ইনিংস।
মাত্র ১২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১ বল হাতে রেখে জয় তুলে নেয় আয়ারল্যান্ড ক্রিকেট দল। দলের জয়ের পথে সর্বোচ্চ ৩৬ রান করেন লরা ডেলনি। দলকে জিতিয়ে ম্যাচসেরাও হয়েছেন তিনি। এ ছাড়া ২৮ রান করে অ্যামি হান্টার। আর অধিনায়ক গেবি লুইস করেন ২৪ বলে ২১ রান।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১২৩/৭ (সোবহানা ৪৫, মুর্শিদা ১২, শারমিাহিদান ৩৪, নিগার ৮, স্বর্ণা ৪, রিতু ০, রাবেয়া ৩*, নাহিদা ১, জান্নাতুল ১*; সারজেন্ট ৪-০-২১-০, প্রেন্ডারগাস্ট ৪-০-২২-৪, ডালজেল ২-০-২৩-০, কেলি ৪-০-১৮-০, ডেলানি ২-০-১৬-০, ম্যাগুইয়ের ৪-০-২৫-২)।
আয়ারল্যান্ড: ১৯.৫ ওভারে ১২৪/৬ (হান্টার ২৮, লুইস ২১, প্রেন্ডারগাস্ট ১১, পল ০, ডেলানি ৩৬*, স্টোকেল ১৯, কেলি ২, রেইলি ০*; জাহানারা ২-০-১৬-০, মেঘলা ৪-০-২১-০, নাহিদা ৪-০-২৬-১, রাবেয়া ৪-০-১৭-২, জান্নাতুল ৩-০-১৯-১, ফাহিমা ২.৫-০-২৪-০)।
ফল: আয়ারল্যান্ড ৪ উইকেটে জয়ী।
সিরিজ: তিন ম্যাচ সিরিজে আয়ারল্যান্ড ৩-০তে জয়ী।