মিরাজ-মাহমুদউল্লাহর সামনে অন্যরকম রেকর্ডের হাতছানি
প্রিয় ফরম্যাট ওয়ানডেতে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি। ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছে পাঁচ উইকেটে। তিন ম্যাচ সিরিজে পিছিয়ে পড়েছে ১-০ ব্যবধানে। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে আজ মঙ্গলবার (১০ ডিসেম্বর) দ্বিতীয় ওয়ানডেতে জয়ের লক্ষ্যে নামবে বাংলাদেশ। এই ম্যাচের আগে ব্যক্তিগত দুটি রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে দুই বাংলাদেশি ক্রিকেটারকে।
চলতি সিরিজে অধিনায়কত্ব করা মেহেদী হাসান মিরাজ ও মাহমুদউল্লাহ রিয়াদের সামনে আলাদা আলাদা অর্জনের সুযোগ। একজনের বল হাতে, আরেকজনের ব্যাটিংয়ে। সিরিজের প্রথম ম্যাচে একটি অর্জনে নাম লিখিয়েছিলেন মিরাজ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশি অধিনায়ক হিসেবে এক ম্যাচে সর্বোচ্চ রান তার। ৭৪ রানের ইনিংস খেলার পথে পেছনে ফেলেন মুশফিকুর রহিমের ৭২ রানকে।
আজকের ম্যাচে তিন উইকেট পেলে ক্যারিবীয়দের বিপক্ষে ওয়ানডেতে ৩০ উইকেট শিকার করবেন মিরাজ। বর্তমানে তার উইকেট ২৭টি। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সর্বোচ্চ ৩০টি করে শিকার মাশরাফী বিন মোর্ত্তজা ও কেমার রোচের। দুজনের কেউই এই সিরিজে নেই। যা মিরাজের জন্য বাড়তি সুযোগ। তিন উইকেট পেলে যৌথভাবে সর্বোচ্চ শিকারি হবেন, চারটি পেলে ছাড়িয়ে যাবেন সবাইকে।
মাহমুদউল্লাহর সামনে রেকর্ডটি সবচেয়ে বেশি ছক্কা পারার। এই দুদলের ওয়ানডে সিরিজে ২০টি ছক্কা হাঁকিয়ে শীর্ষে আছেন ক্রিস গেইল। মাহমুদউল্লাহ মেরেছেন ১৯টি। একটি ছক্কায় গেইলকে স্পর্শ করবেন, দুটিতে উঠবেন এককভাবে শীর্ষে। গত ম্যাচে তিনটি ছক্কা হাঁকান মাহমুদউল্লাহ।