সিলেটে এনসিএল ট্রফি, বুধবার শুরু টুর্নামেন্ট
ন্যাশনাল ক্রিকেট লিগের (এনসিএল) ক্ষুদ্র সংস্করণ মাঠে গড়াবে আগামীকাল বুধবার (১১ ডিসেম্বর) থেকে। এনসিএল টি-টোয়েন্টির ভেন্যু সিলেটে আজ ট্রফি পৌঁছেছে। এর আগে গতকাল উন্মোচিত হয় ট্রফি। সিলেটে আজ দলগুলোর জার্সি উন্মোচন ও ক্যাপ্টেন্স মিট অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগে এনসিএল টি-টোয়েন্টি অনেকটা প্রস্তুতি হিসেবে কাজে দেবে। বিশেষত, দেশি ক্রিকেটারদের জন্য বেশ দারুণ এক মঞ্চ এটি।
ইতোমধ্যে আইসিসি থেকে এনসিএল টি-টোয়েন্টি প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট হিসেবে স্বীকৃতি পেয়েছে। ১১ ডিসেম্বর শুরু হয়ে আসর চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। গ্রুপপর্বের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম ও স্টেডিয়ামের আউটার মাঠে।
দেশি ক্রিকেটারদের নিয়ে আয়োজিত টুর্নামেন্টে অংশ নেবে আট দল। টেস্টের মতোই টি-টোয়েন্টিতে থাকছে—ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রাজশাহী বিভাগ, বরিশাল বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও ঢাকা মেট্রো।
আগামীকাল প্রথম ম্যাচে মুখোমুখি হবে ঢাকা মেট্টো ও বরিশাল বিভাগ। দিনের বাকি তিন ম্যাচে যথাক্রমে লড়বে ঢাকা বিভাগ-সিলেট বিভাগ, রংপুর বিভাগ-চট্টগ্রাম বিভাগ, ও খুলনা বিভাগ-রাজশাহী বিভাগ।