দায়িত্ব নিয়েই কঠিন সিদ্ধান্ত জয় শাহের
চলতি মাসেই আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন বিসিসিআই সচিব জয় শাহ। আর দায়িত্ব গ্রহনের এক সপ্তাহের মাথায় কঠিন সিদ্ধান্ত নিলেন আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ এই চেয়ারম্যান। আর সেটা হলো যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগ নিষিদ্ধ করল আইসিসি। নিয়মশৃঙ্খলা ভঙ্গের দায়ে আইসিসি এমন সিদ্ধান্ত নিয়েছে।
যুক্তরাষ্ট্র ক্রিকেটকে (ইউএসএসি) একটি চিঠি পাঠিয়েছে আইসিসি। চিঠিতে জানা গেছে, যুক্তরাষ্ট্রে এরপর টি-টোয়েন্টি ও টি-টেন লিগ আয়োজনের অনুমতি দিচ্ছে না আইসিসি। জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে,, এনসিএলকে বেশ কয়েকবার ছয় থেকে সাত জন বিদেশি খেলোয়াড়কে মাঠে না নামাতে বলা হয়েছে। ওই সংখ্যক বিদেশি খেলোয়াড় যাতে একসঙ্গে ফিল্ডিং না করেন, তা নিশ্চিত করতে বলা হয়েছে। কারণ, এনসিএল তেমনটা করলে তা হবে টি-২০ বা টি-১০ লিগের বিরোধী। এই ব্যাপারে আইসিসির নির্দেশিকা হল, প্রত্যেক দলকে তাদের প্লেয়িং একাদশে ন্যূনতম সাত জন স্থানীয় বা ঘরোয়া খেলোয়াড় রাখতে হবে।
এছাড়া, লিগের পিচগুলো ছিল অত্যন্ত খারাপ, যা খেলার গুণগত মানের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছিল। এমনকি কিছু বিদেশি ক্রিকেটারকে খেলানোর জন্য তাদের স্পোর্টস ভিসা ছিল না, যার জন্য প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা খরচ হওয়ার কথা ছিল। তবে, অভিযোগ রয়েছে যে তারা অনৈতিকভাবে খরচ কমানোর চেষ্টা করেছে।
এছাড়াও লিগের মালিকানায় শচীন টেন্ডুলকার এবং সুনীল গাভাস্কারের মতো কিংবদন্তি ক্রিকেটারদের যুক্ত করা হয়েছিল। তবে এতোকিছুর পরও ঠিক গ্রহণযোগ্যতা পায়নি এনসিএল।