বর্ণিল ক্যারিয়ারে কোনো আক্ষেপ নেই সাউদির
টিমোথি গ্র্যান্ট সাউদি—নামটা শুনলে একটু ভড়কে যেতে পারেন। টিম সাউদি বললে তখন কেবল পরিচিতই শোনাবে না, মনে হবে এই ছেলেটা ঘরের, কাছের। নিউজিল্যান্ড ক্রিকেট দলের অনেক খেলোয়াড়কে দেখলেই এমন একটা অনুভূতি কাজ করে। সাউদি তেমন একজন।
সেই সাউদি ইতি টানলেন দীর্ঘ ১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের। ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছিলেন আগেই। ইংল্যান্ডের বিপক্ষে আজ মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিদায় বললেন টেস্টকেও। সাদা পোশাকের ক্রিকেটে নিজের শেষ ম্যাচ জয়ে রাঙিয়েছেন সাউদি। হ্যামিল্টন টেস্টে ৪২৩ রানের রেকর্ডগড়া জয়ে ম্যাচ ও সিরিজ জিতে নেয় কিউইরা।
২০০৮ সালে ১৯ বছর বয়সে কিউইদের হয়ে অভিষেক হয় সাউদির। এরপর তিন ফরম্যাটে নিউজিল্যান্ডের হয়ে দীর্ঘদিন নিয়মিত ক্রিকেট খেলেছেন তিনি। ১০৭ টেস্ট, ১৬১ ওয়ানডে ও ১২৬টি টি-টোয়েন্টি ম্যাচে কিউইদের প্রতিনিধিত্ব করেন এই পেসার। ৩৬ বছর বয়সী এই পেসার তিন ফরম্যাট মিলিয়ে ৩৯৪ ম্যাচে নিয়েছেন ৭৭৬ উইকেট। টেস্টে সাউদির উইকেট ৩৯১ টি, ওয়ানডেতে ২২১, টি-টেয়েন্টিতে ১৬৪।
ব্যাট হাতেও উজ্জ্বল ছিলেন সাউদি। তিন ফরম্যাট মিলিয়ে রান করেছেন তিন হাজার ২৮৮। টেস্টে তার রান দুই হাজার ২৪৫, ওয়ানডেতে ৭৪০ ও টি-টোয়েন্টিতে ৩০৩। টেস্টে ৯৮টি ছক্কা মেরে অনেক নামীদামী ব্যাটারকেও ছাড়িয়ে গেছেন সাউদি।
ক্যারিয়ার নিয়ে কোনো আক্ষেপ নেই সাউদির। অবসর প্রসঙ্গে বলেন, ‘সিদ্ধান্তটা কঠিন ছিল। কিন্তু, কোনো আক্ষেপ নেই। আমার মনে হয়েছে সঠিক সময়ে অবসর নিয়েছি। ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। প্রায় ১৭ বছর পার করেছি। ক্যারিয়ার নিয়ে আমি খুবই খুশি।’