বার্সার বিস্ময়, মাদ্রিদের হতাশা!
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে পাত্তা পায়নি রিয়াল মাদ্রিদ। এল ক্ল্যাসিকো যতটা জমজমাট হওয়ার কথা ছিল, মাঠের খেলায় দেখা যায়নি তার একরত্তিও। সৌদি আরবের কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে আজ সোমবার (১৩ জানুয়ারি) মাদ্রিদকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা।
এই জয়ে মৌসুমের প্রথম শিরোপা ঘরে তুলেছে বার্সেলোনা। শুরুতে পিছিয়ে পড়ে, দ্বিতীয়ার্ধে ১০ জনের দলে পরিণত হয়েও চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের ব্যবধান ৫-২। এমন দুর্দান্ত এক জয়ের পর সবকিছু ঘোরের মতো লাগছে বার্সা কোচ হ্যানসি ফ্লিকের।
ফ্লিক বলেন, ‘ম্যাচটা আমার কাছে অবিশ্বাস্য লেগেছে। দলের সবার জন্য আমি গর্বিত। ছেলেদের জন্য হয়তো কাজটি খুব সহজ ছিল না, কিন্তু সত্যিই দুর্দান্ত করেছে তারা।’
অন্যদিকে হতাশা প্রকাশ করে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি বলেন, ‘এটি বাজে একটি রাত। আমরা যেভাবে খেলতে চেয়েছি, সেভাবে খেলতে পারিনি। আমাদের সমর্থকদের মতো আমরাও হতাশ। আমাদের এটা আড়াল করা উচিত হবে না, এটাই ফুটবল। কখনও আমরা জিতব, আবার কখনও হার থেকে আমাদের শিখতে হবে। এটো নিয়ে পড়ে না থেকে আমাদের সামনে তাকাতে হবে।’
ম্যাচে রিয়ালের পক্ষে গোল দুটি করেন কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগো। অন্যদিকে বার্সার হয়ে জোড়া গোল করেন রাফিনহা। একটি করে গোল করেন লামিনে ইয়ামাল, রবার্ট লেভানডস্কি ও আলেহান্দ্রো বালদে।