ভেঙে গেল গার্দিওলার ৩০ বছরের সংসার
কোচিং ক্যারিয়ারে সবচেয়ে কঠিন সময় পার করছেন পেপ গার্দিওলা। ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা হারানোর পথে ম্যানচেস্টার সিটির এই কোচ। এমন দুঃসময়ের মধ্যে এবার স্ত্রী ক্রিস্টিনার সঙ্গে ৩০ বছরের সম্পর্কের ইতি টানলেন এই স্বনামধন্য কোচ। এমনটাই দাবি স্প্যানিশ বেশ কিছু সংবাদমাধ্যমের।
আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘ দাম্পত্য জীবনের সমাপ্তি ঘটেছে তাদের। পারস্পরিক সম্মতিতে এবং সম্পূর্ণ সৌহার্দ্যপূর্ণভাবে এই বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। গত পাঁচ বছর ধরে গার্দিওলা ও ক্রিস্টিনা আলাদা দেশে বসবাস করছিলেন। গার্দিওলা ছিলেন ইংল্যান্ডের ম্যানচেস্টারে এবং ক্রিস্টিনা স্পেনের বার্সেলোনায়।
তবে একই দেশে না থাকলেও বিভিন্ন সময় একসঙ্গে দেখা গেছে তাদের। গত ডিসেম্বর তারা আনুষ্ঠানিকভাবে সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত সম্পর্কে শুধু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা জানতেন। ঠিক কি কারণে তাদের এমন সিদ্ধান্ত, সেই বিষয়ে পরিস্কার করে কিছু জানাতে পারেনি সংবাদমাধ্যমটি। এই বিষয়ে এখনও মুখ খোলেননি গার্দিওলা।
উল্লেখ্য, ব্রাজিলিয়ান বংশোদ্ভূত সাংবাদিক ও লেখক ক্রিস্টিনার সঙ্গে ১৯৯৪ সাল থেকে যৌথযাত্রা শুরু হয় গার্দিওলার। এরপর বার্সেলোনায় তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন ২০১৪ সালে। কিন্তু বিয়ের ১০ বছরের মাথায় নিজেদের পথ আলাদা করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই দুজন। গার্দিওলা-ক্রিস্টিনা দম্পতি তিন সন্তানের বাবা-মা। তিন সন্তানের মধ্যে সবার বড় মারিয়ার বয়স ২৪, ছেলে মারিয়াসের ২২ এবং সবার ছোট মেয়ে ভালেন্তিনার বয়স ১৭।