কাবরেরা ও বাটলারের সঙ্গে কতদিনের চুক্তি, জানাল বাফুফে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সঙ্গে জাতীয় ফুটবল দলের কোচ হাভিয়ের কাবরেরা ও মেয়েদের সাফ জয়ী কোচ পিটার জেমস বাটলারের চুক্তি শেষ হয়ে গিয়েছিল গত ৩১ ডিসেম্বর। এরপর আর নতুন কাউকে নিয়োগ দেয়নি বাফুফে। পুরোনো দুই কোচের ওপরই আস্থা রাখছেন সভাপতি তাবিথ আউয়াল।
দুজনের চুক্তির মেয়াদ বাড়িয়ে কতদিন করা হয়েছে, সেটি নিয়ে আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হন বাফুফের মিডিয়া কমিটির প্রধান আমিরুল ইসলাম বাবু। বাটলার ও কাবরেরার মধ্যে একজনের সঙ্গে দুবছরের, আরেকজনের সঙ্গে চুক্তি নবায়ন করা হয়েছে দেড় বছরের জন্য।
আমিরুল ইসলাম বলেন, ‘পিটার বাটলারের সঙ্গে ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত চুক্তি নবায়ন করা হয়েছে। এটি এখন থেকেই কার্যকর হবে। ইতোমধ্যে পিটার বাটলার তার সহকারি কোচদের সঙ্গে কথা বলে পরবর্তী অনুশীলনের সময়ও ঠিক করেছেন। তার পরামর্শে কোচিং স্টাফের যারা আছেন তারা কাজ শুরু করেছেন। হাভিয়ের কাবরেরার সঙ্গে তাবিথ আউয়ালের কথা হয়েছে। কাবরেরার সঙ্গে চুক্তি বাড়ানো হয়েছে ২০২৬ সালের ৩১ এপ্রিল পর্যন্ত।’
বাটলার ও কাবরেরার সঙ্গে চুক্তি স্বল্পমেয়াদে হওয়ার গুঞ্জন থাকলেও তা পাকাপাকিভাবেই করা হয়েছে। তবে, আর্থিক বিষয়ে কোনো কিছু বলেনি বাফুফে। বাংলাদেশ চলতি বছর প্রথম ম্যাচ খেলবে আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ ফুটবলে, ভারতের মাটিতে ভারতের বিপক্ষে। ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপে প্রথম ম্যাচের আগে সৌদি আরবে ক্যাম্প আয়োজনের চেষ্টা করছে বাফুফে।
এদিকে, মার্চে ফিফা উইন্ডোতে মেয়েদের জন্য ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে। সেটির প্রস্তুতি হিসেবে বাফুফের ক্যাম্পে ডাক পাওয়া ৩১ জনের মধ্যে ইতোমধ্যে ১৩ জন যোগ দিয়েছেন।