খেলোয়াড়দের বকেয়া পরিশোধ করছে রাজশাহী
বিপিএলে পারিশ্রমিক নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। প্রতি আসরেই ক্রিকেটারদের বেতন বকেয়া রাখে অনেক ফ্র্যাঞ্চাইজি। পারিশ্রমিক নিয়ে বিতর্ক পিছু ছাড়েনি চলমান আসরেও। যার রেশ ধরে বুধবার (১৫ জানুয়ারি) সকালে অনুশীলন পর্যন্ত বর্জন করেছিল দুর্বার রাজশাহী। টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পর আজ বৃহস্পতিবার থেকে ফের দলের অনুশীলনে যোগ দিয়েছে দলটি।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, বিপিএল শুরুর আগে দলগুলো খেলোয়াড়দের মোট অর্থের অর্ধেক শোধ করবে। বাকি ৫০ শতাংশের ২৫ ভাগ টুর্নামেন্টের মাঝে এবং বাকিটা টুর্নামেন্ট শেষে পরিশোধ করতে হবে। আজকের আগ পর্যন্ত খেলোয়াড়দের কোনো অর্থই দেয়নি রাজশাহী। দেরিতে হলেও পারিশ্রমিক দেওয়া শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিটি।
দুর্বার রাজশাহীর ম্যানেজার মেহরাব হোসেন অপি জানিয়েছেন, আজ থেকেই খেলোয়াড়দের পাওনা পরিশোধের প্রক্রিয়া শুরু হয়েছে। বিসিবি সভাপতির সঙ্গে এ ব্যাপারে ক্লাবটির আলোচনা হয়েছে এবং তাতে ইতিবাচক ফল এসেছে বলে জানান অপি।
অপি বলেন, ‘আমরা আমাদের (রাজশাহী) ক্রিকেটারদের পাওনা অর্থ দেব। চট্টগ্রাম পর্ব শেষে তাদের মোট অর্থের অর্ধেক দেওয়া হবে। বাকি অর্ধেকের মধ্যে আজ ২৫ ভাগ দিয়ে দেওয়া হবে। সেটিও নগদ অর্থ। আগামী ১৯ জানুয়ারির মধ্যে আরও ২৫ শতাংশের চেক দেওয়া হবে। খেলোয়াড়রা অনুশীলনে ফিরেছে। ভুল বোঝাবুঝি দূর হয়েছে।’