অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ
নেপালকে অল্পতে গুটিয়ে দিল বাংলাদেশ
মালয়েশিয়ায় শুরু হয়েছে নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসর। এবারের আসরের উদ্বোধনী দিনেই মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। নিজেদের প্রথম ম্যাচে নেপালকে ৫২ রানে গুটিয়ে সহজ লক্ষ্য পেল বাংলাদেশের নারীরা।
আজ শনিবার (১৮ জানুয়ারি) টস হেরে ব্যাটিংয়ে নেমে ১৮.২ ওভারে সব উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫২ রান তোলে নেপাল। ব্যাট হাতে সর্বোচ্চ ১৯ রান করেন সানা পারভীন। বল হাতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট নেন জান্নাতুল মাওয়া।
ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি নেপালের। দলীয় ৩ রানের মাথায় ফেরেন ওপেনার সাবিত্রি ধামি। ৬ বলে মাত্র ১ রান আসে তার ব্যাট থেকে। শুরুর ধাক্কা সামাল দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেও জুটি বড় করতে পারেনি নেপাল। দলীয় ১৩ রানের মাথায় ফেরেন আরেক ব্যাটার পূজা মাহাতো। ১৮ বলে মাত্র ২ রান করেন নেপাল অধিনায়ক।
এরপর দলটির আর কোনো ব্যাটার নামের প্রতি সুবিচার করতে পারেননি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বেশিদূর যেতে পারেনি নেপাল।
গত ডিসেম্বরে নারী অনূর্ধ্ব-১৯-টি টোয়েন্টি এশিয়া কাপে রানার্স-আপ হয়েছিল বাংলাদেশ। ফাইনালে ভারতের কাছে হেরেছিল তারা। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশ।
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে ১৬ দলকে নিয়ে প্রথমবারের মত নারী অনূর্ধ্ব-১৯-টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। এবারও চার গ্রুপে ১৬টি দল অংশ নিচ্ছে। ‘ডি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, নেপাল ও স্কটল্যান্ড।