বড় দল হতে বাংলাদেশের প্রয়োজন আইসিসি ট্রফি
ওয়ানডে ক্রিকেট বরাবরই বাংলাদেশের পছন্দের ফরম্যাট। দল হিসেবে যত সাফল্য, তার অধিকাংশ একদিনের ক্রিকেটে। তবু, বাংলাদেশকে ঠিক মনে রাখার কোনো কারণ নেই। সাদামাটা দল হিসেবেই বৈশ্বিক আসরগুলোতে যায়। সাফল্যের চেয়ে যেখানে ব্যর্থতার পাল্লা ভারী।
দল হিসেবে বাংলাদেশ সমীহ জাগানিয়া, কিন্তু বড় নয়। বড় দল হতে হলে প্রয়োজন আইসিসির কোনো একটি ট্রফি জেতা। এমনটিই মনে করেন বিখ্যাত কোচ মিকি আর্থার। বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে এসব জানান আর্থার।
বিপিএলে রংপুর রাইডার্সের কোচের দায়িত্ব পালন করা আর্থার বলেন, ‘বাংলাদেশ ভালো ক্রিকেট খেলছে, তারা খুব ভালো ওয়ানডে দল। কিন্তু, এটি প্রমাণ করতে তাদের কিছু জিততে হবে। আমি বিশ্বাস করি, অন্য দলের মতো তাদেরও ট্রফি জেতা উচিত। দল যে কঠোর পরিশ্রম করেছে সেটি প্রমাণের জন্য ট্রফির প্রয়োজন আছে। পাশাপাশি ক্রিকেটকে ব্র্যান্ড করার জন্য শোকেসে ট্রফির দরকার।’
এ ক্ষেত্রে নিজ দেশ দক্ষিণ আফ্রিকার প্রসঙ্গ টেনে এনে আর্থার বলেন, ‘আমি বলব, দক্ষিণ আফ্রিকা সবসময় এক নম্বর দল। ওয়ানডে, টি-টোয়েন্টি এবং টেস্ট র্যাংকিংয়ের এক নম্বর দল তারা। কিন্তু আমরা কখনও আইসিসি ইভেন্ট জিততে পারিনি। মানুষ এমন দলকে মনে রাখে না, যারা আইসিসি ইভেন্ট জিততে পারে না।’