রাজশাহীকে বিশাল সংগ্রহ ছুঁড়ে দিল খুলনা
দুর্বার রাজশাহীর বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছে খুলনা টাইগার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শীতের সন্ধ্যায় উত্তাপ ছড়িয়েছেন খুলনার ব্যাটাররা। টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে আজ রোববার (১৯ জানুয়ারি) ২০ ওভারে চার উইকেটে ২০৯ রান তোলে খুলনা।
নাঈম শেখ ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ঝড়ো শুরু এনে দেন খুলনাকে। ৩.৫ ওভারে ওপেনিং জুটিতে আসে ৪২ রান। ১৪ বলে ২৭ রান করে জিসান আলমের বলে বোল্ড হন নাঈম। ১৩ বলে ২৬ করা মিরাজকে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। আলো ছড়িয়েছেন ওয়ানডাউনে নামা আফিফ হোসেন ধ্রুব। ৪২ বলে ৫৬ রানের ইনিংস গড়ে দয় শেষদিকে দ্রুত রান তোলার ভিত।
অ্যালেক্স রোজ এক রান করে বিদায় নিলেও খুলনাকে ২০০ ছাড়ানো সংগ্রহ এনে দেন উইলিয়াম বোসিস্তো ও মাহিদুল ইসলাম অঙ্কন। অপরাজিত থাকেন দুজনই। ৩৭ বলে ৫৫ রান আসে বোসিস্তোর ব্যাট থেকে। অঙ্কন খেলেন অসাধারণ ক্যামিও। ১২ বলে চার ছক্কায় আড়াইশ স্ট্রাইক রেটে ৩০ রানে অপরাজিত থাকেন তিনি।
রাজশাহীর পক্ষে তাসকিন দুটি এবং জিসান নেন এক উইকেট।