জলবায়ু সহিষ্ণু সমাজ গঠনে নারীরা শক্তিশালী ভূমিকা রাখতে পারে : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে স্থিতিস্থাপক সমাজ গড়ে তুলতে নারীরা শক্তিশালী ভূমিকা পালন করতে পারে। এ কারণে সহযোগিতামূলক প্রচেষ্টা এবং সম্মিলিত পদক্ষেপ আরও স্থিতিস্থাপক এবং টেকসই বিশ্ব বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। জলবায়ু সমস্যা মোকাবিলা করার জন্য মূল স্টেকহোল্ডার হিসাবে নারীদের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশকে অর্থ সহায়তা দেবে ফ্রান্স 

জলবায়ু অর্থায়ন ছাড় করুন, অর্থহীন অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করুন : বিশ্বনেতাদের প্রতি প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বনেতাদের সামনে ছয়টি প্রস্তাব পেশ করে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য জলবায়ু অর্থায়ন ছাড় করার এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য তহবিলকে সরিয়ে আনার লক্ষ্যে অর্থহীন অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘অর্থহীন অস্ত্র প্রতিযোগিতা বন্ধ করতে হবে এবং এর পরিবর্তে জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য অত্যন্ত প্রয়োজনীয় তহবিল সংগ্রহের জন্য সম্পদের সংস্থান করা দরকার। আমাদের মনে রাখতে হবে যে, মানবতার অস্তিত্ব যখন হুমকির মুখে পড়বে, তখন সংকীর্ণ স্বার্থ রক্ষার পথ অনুসরণ করলে তা কোনো সুফল বয়ে আনবে না।’

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কার্যক্রম বাড়াবে ইউএনডিপি : পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, দেশের সার্বিক পরিবেশ ও বনের উন্নয়নে এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশে তাদের কর্মকাণ্ড বাড়াবে। এ লক্ষ্যে বর্তমান সরকার জাতীয় অভিযোজন পরিকল্পনা ও মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা বাস্তবায়নে ইউএনডিপির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে।’

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সচিবালয়ে তার অফিস কক্ষে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলারের নেতৃত্বে এক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে পরিবেশমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

কপ-২৮ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে সরে আসার ডাক

তেল, গ্যাস ও কয়লাসহ সৌদি আরবের নেতৃত্বাধীন দেশগুলোর উৎপাদিত অপরিশোধিত জ্বালানির ব্যবহার ক্রমান্বয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে যে অচলাবস্থা তৈরি হয়েছিল; তা থেকে উত্তরণে শেষ মুহূর্তের উদ্যোগ হিসেবে জীবাশ্ম জ্বালানির ব্যবহার থেকে বেরিয়ে আসতে একটি খসড়া প্রস্তাব অনুমোদন করেছে প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা।  

রাতভর দর কষাকষির পর দুবাইয়ে আরব আমিরাতের সভাপতিত্বে অনুষ্ঠানরত কপ-২৮ সম্মেলনে গ্রহণ করা এই খসড়া প্রস্তাবটি হলো আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের ২৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো জীবাশ্ম জ্বালানি কমিয়ে আনার বিষয়ে অনুমোদন পাওয়া প্রথম প্রস্তাব। খবর এএফপির।

একজনের পরাজয় মানে সবার ব্যর্থতা, যা ৮০০ কোটি মানুষকে বিপর্যয়ে ফেলবে : সাইমন স্টিয়েল

জাতিসংঘ জলবায়ু সংস্থার প্রধান সাইমন স্টিয়েল বলেছেন, একজনের পরাজয় মানে সবার ব্যর্থতা, যা বিশ্বের ৮০০ কোটি মানুষকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে। দুবাইয়ে চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-২৮) গ্লোবাল স্টকটেক অনুমোদন প্রসঙ্গে গতকাল সোমবার (১১ ডিসেম্বর) সকালে সাংবাদিকদের একথা বলেন তিনি। 

গত ৩০ নভেম্বর থেকে দুবাইয়ে বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ-২৮) শুরু হয়েছে। এটি আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) শেষ হবে। এতে ১৩ দিনব্যাপী এই সম্মেলনে ১৯৮টি দেশের সরকার প্রধানসহ বিভিন্ন দেশের প্রতিনিধি অংশ নিয়েছেন।

জলবায়ু সংকটের বিজ্ঞানভিত্তিক সমাধানসহ অভিযোজন তহবিল দ্বিগুণের দাবি বাংলাদেশের

বিশ্ব জলবায়ু সংকটের বিজ্ঞানভিত্তিক সমাধানের পাশাপাশি অভিযোজন তহবিল দ্বিগুণ করার দাবি জানিয়েছে বাংলাদেশ। বাংলাদেশ বলছে, ‘বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখতে জীবাশ্ম জ্বালানির ব্যাপারে বড় ধরনের সিদ্ধান্ত নিতে হবে।

এ সময় দুর্বল অভিযোজন লক্ষ্যমাত্রার খসড়ার ব্যাপারে হতাশা প্রকাশ করে বৈশ্বিক জলবায়ু অভিযোজনের অর্থ দ্বিগুণ করারও দাবি জানানো হয়। বাংলাদেশ চাইছে, বৈশ্বিক কার্বন নির্গমন হ্রাসে প্রধান নির্গমনকারী দেশগুলোর রাজনৈতিক প্রতিশ্রুতি। এক্ষেত্রে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি এক দশমিক পাঁচ ডিগ্রির মধ্যে সীমাবদ্ধ রাখতে উন্নত দেশগুলোকেই নেতৃত্ব দিতে হবে।

বাংলাদেশকে ৪০ কোটি ডলার জলবায়ু অগ্রাধিকার সহায়তা দেবে এডিবি

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকার ৪০ কোটি মার্কিন ডলার নীতি-ভিত্তিক ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশ সরকারকে তার জাতীয় অভিযোজন পরিকল্পনা, ২০২৩-২০৫০ বাস্তবায়নে সহায়তা করতে এ ঋণ প্রদান করা হচ্ছে। ঋণটি জলবায়ু-স্থিতিস্থাপক অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন অর্জনের লক্ষ্যে প্যারিস চুক্তির সঙ্গে হালনাগাদের ক্ষেত্রে জাতীয়ভাবে নির্ধারিত অবদান ২০২১ এ সহায়তা দেবে।

সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর ইআরডিতে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ও এডিবির পক্ষে যথাক্রমে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী ও এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।

ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তার আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু বাস্তুচ্যুতির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বেশিরভাগ জলবায়ু বাস্তুচ্যুতি কিছু ভয়াবহ পরিস্থিতিতে জাতীয় সীমানার মধ্যে এবং সীমানার বাইরেও ঘটে।’ ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) কাউন্সিলের ১১৪তম অধিবেশনে ‘মানব গতিশীলতায় জলবায়ুর প্রভাব : সমাধানের একটি বৈশ্বিক আহ্বান’ শীর্ষক উচ্চ পর্যায়ের বৈঠকে আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বাংলাদেশের জলবায়ু প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র : নাথান ফ্লুক

মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাথান ফ্লুক বলেছেন, ঢাকায় মার্কিন দূতাবাস খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে নতুন প্রযুক্তি গ্রহণে বাংলাদেশকে সমর্থনদান অব্যাহত রাখতে প্রস্তুত।

একটি সংলাপে নাথান ফ্লুক বলেন, জৈবপ্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা পরিবর্তিত পরিবেশগত অবস্থার সঙ্গে সাড়া দিতে সক্ষম নতুন জাতের উদ্ভিদ উদ্ভাবনের হারকে ত্বরান্বিত করতে পারেন। কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার ‘নেক্সাস অব ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার অ্যান্ড ইনোভেটিভ বায়োটেকনোলজি’ বিষয়ক সংলাপে যোগ দেন বলে আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Pages