তামিমদের বিপদ বাড়িয়ে প্লে-অফে চট্টগ্রাম

টানা ব্যর্থতায় আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে সিলেট সানরাইজার্সের। চট্টগ্রামের বিপক্ষে আজকের ম্যাচটি ছিল তাদের স্রেফ নিয়ম রক্ষার। এই ম্যাচে দারুণ ব্যাটিং করেও চট্টগ্রামকে থামাতে পারেনি সিলেট। কঠিন লক্ষ্য টপকে চলমান বিপিএলের প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

কলিনের তাণ্ডব বিফলে, গেইলের বরিশাল শেষ চারে

যে তণ্ডব শুরু করেছিলেন কলিন ইনগ্রাম, তা দেখে মনে হয়েছিল সহজেই জয় তুলে নেবে সিলেট সানরাইজার্স। ঝলমলে একটি ইনিংস খেলে দলকে জয়ের কাছাকাছি নিয়েও গিয়েছিলেন ঠিক, কিন্তু শেষ পর্যন্ত পারেননি। তীরে এসে তরি ডোবে সিলেটের। স্নায়ুক্ষয়ী ম্যাচে জয় তুলে নেয় গেইল-সাকিবের ফরচুন বরিশাল।

আজ মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশাল জিতেছে ১২ রানে। তাই সাকিবের দল সাবার শেষ চারে জায়গা করে নেয়।

তামিম-মাশরাফীদের উড়িয়ে সিলেটের প্রথম জয়

ব্যাটিং ব্যর্থতায় সিলেটের সামনে বড় লক্ষ্য দিতে পারেনি মিনিস্টার গ্রুপ ঢাকা। গুঁটিয়ে গেছে মাত্র একশর মধ্যে। এই ছোট লক্ষ্য তাড়ায় রানের গতি কিছুটা মন্থর হলেও খুব একটা বেগ পেতে হয়নি সিলেটকে। তারকায় ঠাঁসা ঢাকাকে উড়িয়ে দিয়ে চলমান বিপিএলে নিজেদের প্রথম জয় তুলে নিয়েছেন সৈকতের দল। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম ম্যাচে ঢাকাকে সাত উইকেটে হারিয়েছে সিলেট সানরাইজার্স। এই নিয়ে চার ম্যাচ খেলে তিনটিতেই হারের মুখ দেখল মাহমুদউল্লাহর ঢাকা। তাঁদের অবস্থান পয়েন্ট টেবিলের তলানীতে।  

ব্যাটিং ব্যর্থতায় অল্পতেই থামল তামিম-মাহমুদউল্লাহর ঢাকা

টানা দুই হারের পর গতকাল সোমবার আসরে প্রথম জয়ের দেখা পায় মিনিস্টার গ্রুপ ঢাকা। সেই ঢাকা আজ মঙ্গলবার সিলেট সানরাইজার্সকে বড় চ্যালেঞ্জ জানাতে পারল না। টপঅর্ডারদের ব্যর্থতার পর অধিনায়ক মাহমুদউল্লাহর ব্যাটে চড়ে সিলেটকে কোনো মতে ১০১ রানের লক্ষ্য দিতে পেরেছে ঢাকা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম ম্যাচে সিলেটের বিপক্ষে আগে ব্যাট করে ১৮.৪ ওভারে স্কোরবোর্ডে ১০০ রান তুলেছে ঢাকা। দলের হয়ে সর্বোচ্চ ৩৩ রান করেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ।