উৎসবমুখর পরিবেশে চলছে ই-ক্যাবের কার্যনির্বাহী কমিটির নির্বাচন
উৎসবমুখর পরিবেশে চলছে ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) কার্যনির্বাহী কমিটির নির্বাচন। দুই বছরের জন্য ই-কমার্স খাতের নেতৃত্ব দিতে অগ্রগামী, দ্য চেঞ্জ মেকারস ও ঐক্য নামে তিনটি প্যানেলে ২৭ জনসহ মোট ৩১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ই-ক্যাবের ৭৯৫ ভোটারের ভোট পেতে প্রার্থীরা লড়ছেন নয়টি পদের বিপরীতে।
আজ শনিবার ৩১ জন প্রার্থীর মধ্য থেকে ৯ জন পরিচালক নির্বাচনের জন্য সকাল ১০টায় এই ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
গত ২৮ মার্চ ই-ক্যাবের নির্বাচনের তফসিল ঘোষণা হয়। মোট ৩৬ প্রার্থী নির্বাচনে মনোনয়োনপত্র সংগ্রহ করলেও পাঁচ জন প্রার্থী তাঁদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় ভোটগ্রহণ সম্পন্ন হবে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
নির্বাচনে দ্য চেঞ্জ মেকারস-এর প্যানেল সদস্যরা হচ্ছেন শাফকাত হায়দার (সিপ্রোকো কমপিউটার), ওয়াসিম আলিম (বাংলামেডস), মো. তাসদীখ হাবীব (ক্লিনফোর্স), জিসান কিংশুক হক (আরটিএস এন্টারপ্রাইজ), মোজাম্মেল হক মৃধা (কিনলে), আবু সুফিয়ান নিলাভ (নিজল ক্রিয়েটিভ), বিপ্লব ঘোষ রাহুল (ই-কুরিয়ার), ইলমুল হক সজিব (সেবা ডট এক্সওয়াইজেড) এবং নুসরাত আক্তার লোপা (হুর নুসরাত)।
অন্য টিম অগ্রগামী প্যানেলের সদস্যরা হচ্ছেন ধানসিঁড়ির প্রধান নির্বাহী কর্মকর্তা শমী কায়সার, কমপিউটার জগতের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আবদুল ওয়াহেদ, ডায়াবেটিস স্টোরের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সাহাব উদ্দিন, রিভারির প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিমা আক্তার, ব্রেকবাইটের প্রধান নির্বাহী কর্মকর্তা আসিফ আহনাফ, ডিজিটাল হাবের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সাইদুর রহমান, ফোকাস ফ্রেমের প্রধান নির্বাহী কর্মকর্তা রুহুল কুদ্দুস, পেপার ফ্লাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হাসান এবং ফুডপান্ডা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও সহপ্রতিষ্ঠাতা সৈয়দা আম্বারীন রেজা।
ঐক্য প্যানেলের টিম লিডার প্রকৌশলী আব্দুল আজিজ, মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম (অংশীদার-ক্রাফটসম্যান সল্যুশন), মো. তাজুল ইসলাম (আই এক্সপ্রেস লিমিটেড), আরিফ মোহাম্মদ আব্দুস শাকুর চৌধুরী (স্কুপ ইনফোটেক লিমিটেড), মো. সেলিম শেখ (নূরতাজ ডট কম বিডি), সামদানি তাব্রীজ (র্যাপিডো ডেলিভারিস), ইঞ্জিনিয়ার তৌহিদা হায়দার রিমা (মেনসেন মিডিয়া), মো. আরিফুল ইসলাম ডিপেন (পরান বাজার) এবং ছোফায়েত মাহমুদ লিখন (কোরিয়ান মার্ট বিডি)।
নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন নির্বাচন বোর্ড চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের সহ-সভাপতি আমিন হেলালী। সদস্য হিসেবে রয়েছেন জনাব আব্দুর রাজ্জাক ও বজলুর রহমান। আপিল বোর্ডে রয়েছেন সাবেক শিক্ষা ও আইসিটি সচিব নজরুল ইসলাম খান, সদস্য জনাব দেলোয়ার হোসেন খান রাজিব ও হারুনুর রশিদ।
নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আমিন হেলালী বলেন, ‘সুন্দর, সুষ্ঠু, প্রতিযোগিতামূলক, অবাধ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আমরা বদ্ধপরিকর। সবার সহযোগিতা পেলে একটি দৃষ্টান্তমূলক নির্বাচন অনুষ্ঠান সম্ভব এবং ভোটাররা বন্ধুত্বপূর্ণ পরিবেশে তাঁদের অধিকার প্রয়োগ করার সুযোগ পাবেন।’