বিশ্বে হোয়াটসঅ্যাপ পরিষেবা কাজ করছে না
বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ব্যবহার করা যাচ্ছে না ইনস্ট্যান্ট মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার বেলা একটার পর থেকে হোয়াটসঅ্যাপে ঢুকতে পারছেন না ব্যবহারকারীরা। ফলে বার্তা বিনিময় করা যাচ্ছে না। খবর বিবিসির।
হোয়াটসঅ্যাপের সেবা বিঘ্নের তথ্য প্রকাশ করেছে ডাউন ডিটেক্টর ডটকমও। ওয়েবসাইটটি বিভিন্ন সাইট বা অনলাইন সেবা বিপর্যস্ত হলে তাৎক্ষণিক তথ্য প্রকাশ করে থাকে।
এরই মধ্যে কয়েক হাজার ব্যবহারকারী ডাউন ডিটেক্টর ডটকমে হোয়াটসঅ্যাপের সেবা ব্যবহার করতে না পারার বিষয়ে অভিযোগ করেছেন।
হোয়াটসঅ্যাপের সেবা বিঘ্নের কারণ সার্ভার ডাউন না সাইবার হামলা, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।
এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটার একজন মুখপাত্র জানিয়েছেন, ‘কিছু ব্যক্তির হোয়াটসঅ্যাপে বার্তা বিনিময়ে সমস্যা হওয়ার বিষয়ে আমরা সচেতন রয়েছি। আমরা যত তাড়াতাড়ি সম্ভব সবার জন্য হোয়াটসঅ্যাপ পুনরুদ্ধার করার জন্য কাজ করছি।’