বিছানায় অচেনা লোক, পুলিশ ডাকার আগে সেলফি
সেলফি নিয়ে মাতামাতি দুনিয়াজুড়ে চলছে। এর কমতি তো হচ্ছেই না, বরং দিন দিন এতে যে কত ধরনের পাগলামি যুক্ত হচ্ছে, তা বলা বাহুল্য। এমনই কাণ্ড করেছেন তিউনিসিয়ার এক নারী। নিজের শয়নকক্ষে এক অপরিচিত লোককে ঘুমন্ত অবস্থায় দেখে প্রথমে সেলফি তুলেছেন, তার পরে ফোন লাগিয়েছেন পুলিশকে। ইন্ডিয়া টাইমসের খবরে জানা গেল, সেলফি নিয়ে এই বিচিত্র কাণ্ড।
বুর দুবাইয়ের এ অ্যাপার্টমেন্টে থাকেন এই নারী। দিনকয়েক আগের ঘটনা। কাজ থেকে ফিরে নিজের ফ্ল্যাটে ঢোকার সময় জানতেন না, তাঁর জন্য কত বড় বিস্ময় অপেক্ষা করছে। বেডরুমে ঢুকে দেখেন, এক লোক তাঁর বিছানায় দিব্যি ঘুমে অচেতন। তবে এর পর ফ্ল্যাটের মালকিন যে কাজটি করলেন, তা সবাইকে বিস্মিত করে দেবে আরো!
প্রথমে ঘুমন্ত লোকটির সঙ্গে চট করে একটা সেলফি তুলে ফেললেন। তার পর ছবিটি পোস্ট করলেন অনলাইনে। এর পর খবর দিলেন পুলিশকে। লোকটিকে ভেবেছিলেন চোর! ‘আমি ঘরে ঢুকে দেখি, একটা মাতাল চোর আমার বিছানায় ঘুমিয়ে আছে। সে নিশ্চয়ই চুরি করার চেষ্টা করেছিল, তবে পারেনি!’
পুলিশ অবশ্য এসে পাকড়াও করে ঘুমন্ত লোকটিকে। তাদের ভাষ্যমতে, লোকটি মাতাল হলেও চোর নয়। ওই ভবনের দারোয়ান তার বন্ধু, তার সঙ্গেই দেখা করতে এসেছিল সে। বুর দুবাইয়ের পুলিশ ডিরেক্টর কর্নেল আবদুল্লাহ খাদেম জানান, অতিরিক্ত মদ্যপানের কারণে ওই ফ্ল্যাটে ঢুকে সে ঘুমিয়ে পড়েছিল। তবে ফ্ল্যাটটিতে সে হুট করে কীভাবে ঢুকে পড়ল আর অচেনা একটা ঘরে ঘুমিয়েই বা গেল কেন, তা এখনো বুঝে উঠতে পারেনি পুলিশ। তবে চুরির দায়ে না হলেও অনুপ্রবেশের দায়ে লোকটিকে গ্রেপ্তার করা হয়েছে।
বলা বাহুল্য, ঘুমন্ত মাতালের সঙ্গে ফ্ল্যাটের মালকিনের সেলফি এরই মধ্যে অনলাইনে সুপারহিট!