মাইক্রোসফট ফ্ল্যাগশিপের ছবি ফাঁস!
স্মার্টফোনের দুনিয়ায় আইওস আর অ্যানড্রয়েডের জয়জয়কার চললেও উইন্ডোজ ফোনের গ্রাহক নেহাত কম নয়। তার ওপর উইন্ডোজ টেনের আগমনের পর অনেকেই ধারণা করছে বহুকাল ধরে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের দীনতা কিছুটা লাঘব হতে পারে।
সবকিছু মাথায় রেখেই মাইক্রোসফট তাই অনেক জল্পনা-কল্পনার পর সিদ্ধান্ত নিয়েছে দুটি ফ্ল্যাগশিপ হ্যান্ডসেট বের করার। লুমিয়া ৯৫০ এবং লুমিয়া ৯৫০ এক্সএল নামক স্মার্টফোন দুটির স্পেসিফিকেশন আগেই ফাঁস হয়েছিল। এবার প্রযুক্তিবিষয়ক চায়নিজ ওয়েবসাইট ডব্লিউপিএক্সএপি একেবারে ফাঁস করে দিল সেট দুটির ছবি!
যদিও কালো কেসিংয়ে মোড়ানো অবস্থায় ফ্ল্যাগশিপের আসল রূপ পুরোপুরিভাবে বোঝাটা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পরিষ্কারভাবে এটি বোঝা যাচ্ছে যে সেট দুটিতে থাকবে ইউএসবি টাইপ সি পোর্ট।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ দাবি করেছে, ছবিগুলো একেবারেই ঠিক। তবে ফ্ল্যাগশিপ সেট দুটির কেসিং নিয়ে আরেকটু পরীক্ষা-নিরীক্ষা করে নিচ্ছে মাইক্রোসফট। তাই ফাঁস হওয়া ছবির ব্যাপারে কোনো মন্তব্য করেনি তারা।
বিশ্বের বিখ্যাত এই টেক এবং সফটওয়্যার জায়ান্ট আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবরে বেশ আয়োজন করেই সেট দুটি বাজারে ছাড়ার ঘোষণা দেবে বলে ধারণা করা হচ্ছে।
লুমিয়া ৯৫০-এর ডিসপ্লে ৫.২ ইঞ্চি আর ৫.৭ ইঞ্চি ডিসপ্লে থাকবে লুমিয়া ৯৫০ এক্সএল মডেলে। অপেক্ষাকৃত বড় ডিসপ্লের লুমিয়া ৯৫০ এক্সএল সেটে যোগ করা হচ্ছে মাইক্রোসফটের নতুন সারফেস পেন প্রযুক্তি এবং সহজভাবে নোটিফিকেশন পেতে এর কাভারে থাকবে সার্কুলার কাট আউট।
দুটি ফ্ল্যাগশিপ হ্যান্ডসেটেই থাকবে ২০ মেগাপিক্সেল ‘পিউরভিউ’ ক্যামেরা। তবে শুধুমাত্র এক্সএল মডেলের সেটে ক্যামেরার সঙ্গে যোগ হবে ট্রিপল এলইডি ফ্ল্যাশ।