উইকিলিকস প্রকাশ করল সিআইএ প্রধানের ই-মেইল
সিআইএর প্রধান জন ব্রেনানের মেইল অ্যাকাউন্ট যে হ্যাক হয়েছে এবং মেইলগুলো যে উইকিলিকসের হাতে পড়েছে, তা এখন পুরোনো খবর। এই পুরোনো খবরে জুড়েছে নতুন পালক। উইকিলিকস বেছে এগুলোর ভেতর থেকে ছয়টি মেইল প্রকাশ করেছে। যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট ওয়্যার্ড জানিয়েছে এ খবর।
ওয়্যার্ড-এর প্রতিবেদন অনুযায়ী, ২১ অক্টোবর উইকিলিকস জানায়, তাদের কাছে সিআইএর প্রধানের মেইলগুলো এসে পৌঁছেছে। তাদের কথা, যুক্তরাষ্ট্রের বৈদেশিক নীতির ওপর ক্ষিপ্ত এক হাই স্কুল ছাত্র তাদের কাছে পাঠিয়েছে এই তথ্য।
এখন পর্যন্ত প্রকাশ হওয়া মেইলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, ২০০৭-এর প্রেসিডেন্ট নির্বাচনের পর ইরানের সঙ্গে কী ধরনের আচরণ করতে হবে, তা নিয়ে ব্রেনানের দেওয়া নির্দেশমালা। এ ছাড়া আছে জাতীয় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি আবেদন এবং সিনেট কমিটি থেকে পাওয়া একটি মেইল, যাতে মার্কিন আইনের সঙ্গে সামঞ্জস্য রেখে একটি জিজ্ঞাসাবাদের পদ্ধতি বের করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এরই মধ্যে হ্যাক হওয়া মেইলগুলোর ব্যাপারে তদন্ত শুরু করেছে। এদিকে সিআইএ জানিয়েছে, দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একজন সাধারণ নাগরিকের চিন্তাভাবনাই প্রকাশ পেয়েছে মেইলগুলোতে। অবশ্য একই সঙ্গে সিআইএ দাবি করেছে, এ রকম ব্যক্তিগত মেইল ফাঁস করে দেওয়া একটি অপরাধ এবং এ জন্য যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।
এই কিছুদিন আগেও যখন জানা যায়, মার্কিন ভাইস প্রেসিডেন্ট হিলারি ক্লিনটন নিজের ব্যক্তিগত মেইল আইডি থেকে রাষ্ট্রীয় ব্যাপারে গুরুত্বপূর্ণ ও গোপন মেইল আদান-প্রদান করেছেন। এ নিয়ে সংবাদমাধ্যমগুলোয় বেশ তোলপাড়। এরই মধ্যে সিআইএর প্রধানের মেইল প্রকাশ করার মাধ্যমে সেই আগুনে ঘি ঢালল উইকিলিকস।
সামনের দিনগুলোতে আরো গোপন মেইল প্রকাশ করা হবে বলে জানিয়েছে উইকিলিকসের একটি সূত্র।