জাদুঘরে নিষিদ্ধ সেলফি স্টিক
সেলফি যন্ত্রণার অবসান চায় ওয়াশিংটনের স্মিথসোনিয়ান জাদুঘর কর্তৃপক্ষ। তাদের মতে, ‘দর্শনার্থীদের সেলফিপ্রীতি বাকিদের নির্ঝঞ্ঝাট জাদুঘর দর্শনে বাধা হয়ে দাঁড়াচ্ছে। তা ছাড়া জাদুঘরে রক্ষিত ছবিগুলোর নিরাপত্তারও ব্যাপার রয়েছে।’
শুধু যে সেলফি স্টিকের ব্যাপারে এই নিষেধাজ্ঞা তা কিন্তু নয়। জাদুঘরের ভেতরে এবং বাইরের বাগানে যে কোনো রকমের ট্রাইপড, মনোপডের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।
এক দর্শনার্থীর সেলফি স্টিক আরেকজনের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়াতে পারে। তা ছাড়া চোখে মুখে খোঁচা লাগারও একটা ঝুঁকি থাকে। তাই সেলফি স্টিক ব্যাগ রেখে শুধু ফোন দিয়ে সেলফি তোলার জন্য দর্শনার্থীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
পৃথিবীর সবচেয়ে বড় জাদুঘর এবং কমপ্লেক্স স্মিথসোনিয়ানের তত্ত্বাবধানে রয়েছে বিশ্বসেরা ১৯টি জাদুঘর এবং গ্যালারি। প্রতিবছর কোটি কোটি দর্শনার্থী এসব জাদুঘর ভ্রমণ করে থাকেন।