টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে গুগল ডুডল
বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা ও দিবসই প্রাধান্য পায় গুগলের ডুডলে। হোমপেজে গিয়েই ব্যবহারকারীদের যেন তা মনে পড়ে যায়, তাই এই ব্যবস্থা। এখন চলছে ক্রিকেটের মৌসুম।
মাত্র শেষ হলো এশিয়া কাপ, শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর তাই গুগল ডুডলে শোভা পাচ্ছে ক্রিকেট মাঠ। আর সেখানে দেখা যাচ্ছে অ্যানিমেটেড খেলোয়াড়দের।
আগামীকাল থেকে ভারতে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। এর মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ, যা শেষ হবে ৩ এপ্রিল।
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই গুগল সাজিয়েছে তাদের আজকের ডুডল। টি-টোয়েন্টি বিশ্বকাপের এটা ষষ্ঠ আসর। প্রথমবারের মতো এই আসর বসছে ভারতে।
দেশটির সাতটি শহরে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলাগুলো। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে।