গুগল ম্যাপে দেওয়া যাবে স্টিকার
পথ ভুলে গেলে বা কোনো অপরিচিত জায়গায় গেলে এখন পথ চিনে নেওয়ার জন্য মানুষ ভরসা করে গুগল ম্যাপের ওপর। নতুন নতুন সুবিধা যোগ করা হচ্ছে এই ম্যাপে।
এর আগে বাসা এবং অফিস আলাদা করে চিহ্ন ( লেবেল) দিয়ে রাখার সুবিধা ছিল গুগল ম্যাপে। অ্যানড্রয়েডে অ্যাপে এবার গুগল যোগ করেছে কাস্টম স্টিকার্স।
অর্থাৎ প্রয়োজনীয় স্থানগুলো আপনি বিভিন্ন ধরনের চিহ্ন দিয়ে রাখতে পারবেন। প্রয়োজন অনুযায়ী আলাদা আলাদা চিহ্নও ব্যবহার করা যাবে। যেমন : বন্ধুর বাসার জন্য একটা চিহ্ন, ক্লাবের জন্য আরেকটা অথবা প্রিয় রেস্টুরেন্টের জন্য আলাদা চিহ্ন।
এর জন্য প্রথমে গুগল ম্যাপে নিজের লোকেশন ঠিক করে খুঁজে নিতে হবে। লোকেশন ঠিক করার পর কাস্টম স্টিকার থেকে পছন্দের যেকোনোটি বেছে নিয়ে ম্যাপে যোগ করা যাবে।
একবার স্টিকার লাগিয়ে নিলে আপনি ম্যাপের মধ্যে সহজেই প্রয়োজনীয় জায়গাগুলো খুঁজে পাবেন। গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবহারকারীদের কিছুটা বাড়তি সুবিধা দিতেই এই ব্যবস্থা। এ খবর জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক রাডার।
গুগলের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, স্টিকার লাগানোর ক্ষেত্রে ব্যবহারকারীরা যেন কোনো সীমাবদ্ধতায় না পড়েন সেজন্য প্রচুর নতুন স্টিকার যোগ করা হয়েছে। বাচ্চার স্কুল, জিম, কোনো আত্মীয়র বাসা- এ সবকিছু মার্ক করে রাখার জন্য রয়েছে প্রাসঙ্গিক সব স্টিকার।
এসব জায়গা খুঁজে পেতে বা মার্ক করতে বারবার আর ম্যাপে ফিরতে হবে না। বরং স্টিকার দেখে প্রয়োজনীয় স্থানটি মার্ক করে রাখতে পারবেন।