৩৬ হাজার চীনা ওয়েবসাইটে হ্যাকিংয়ের চেষ্টা
গত বছর চীনের ৩৬ হাজার ওয়েবসাইট এবং ৪০ হাজার ওয়েবপেজ হ্যাক করার চেষ্টা করা হয়েছে বলে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে সিনহুয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে।
চীনের ইন্টারনেট গবেষণাপ্রতিষ্ঠান ইন্টারনেট সোসাইটি অব চায়না এবং দ্য ন্যাশনাল কম্পিউটার নেটওয়ার্ক ইমার্জেন্সি রেসপন্স টেকনিক্যাল টিমের বরাত দিয়ে এসব তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৪ সালে চীনের তিন হাজার ৯৬৯টি ওয়েবসাইট হ্যাক করার চেষ্টা চালিয়েছে হ্যাকাররা। এর বাইরে ৯৩ হাজার ১৩৬টি ওয়েবসাইটকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে চীনা কর্তৃপক্ষ।
চীনা কর্তৃপক্ষের দাবি অন্যান্য ওয়েবসাইটের তথ্য চুরি করে এসব ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এ কারণে এসব ওয়েবসাইট থেকে অন্যান্য ওয়েবসাইটে হ্যাকিংয়েরও চেষ্টা চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের চার হাজার ৭৬১টি আইপি অ্যাড্রেস থেকে পাঁচ হাজার ৫৮০টি চীনা ওয়েবসাইট নিয়ন্ত্রণ করা হয়। হ্যাকিংয়ের কবল থেকে বাঁচতে যুক্তরাষ্ট্র থেকে এসব ওয়েবসাইট নিয়ন্ত্রণ করা হচ্ছে।
ইন্টারনেট ব্যবহারকারী জনসংখ্যার দিক থেকে চীন শীর্ষে রয়েছে। ২০১৪ সালে চীনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় সাড়ে ৬০ কোটি।