পর্ন ডোমেইন কিনছে মাইক্রোসফট
ডট পর্ন এবং ডট অ্যাডাল্ট ডোমেইন কিনছে মাইক্রোসফট। শুধু মাইক্রোসফট একা না, গায়িকা টেলর সুইফট, হার্ভার্ড ইউনিভার্সিটিও এসব ডোমেইন কিনছে। এ বছরের মাঝামাঝি এসব ডোমেইন সচল হবে।
ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বার্স, আইসিএএনএন সম্প্রতি নতুন এসব ডোমেইনের ঘোষণা দেয়।
ডটকম, ডটওআরজি বা ডটনেটের মতো সাধারণ প্ল্যাটফর্মগুলো থেকে সরে এসে বিষয় বা ব্যবসাভিত্তিক আলাদা ওয়েবসাইট তৈরির জন্য নতুন এসব ডোমেইন চালু করছে তারা।
ডটপর্ন বা ডটঅ্যাডাল্ট ছাড়াও এ ওয়েবসাইটগুলোর মধ্যে রয়েছে ডটমিউজিক, ডটঅ্যাপ ডোমেইন।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নতুন এই ডোমেইনগুলোর মধ্যে ডটপর্ন, অফিসডটপর্ন এবং অফিসডটঅ্যাডাল্ট ডোমেইনগুলো কিনে নিচ্ছে মাইক্রোসফট।
তবে মাইক্রোসফট, হার্ভার্ড ইউনিভার্সিটি বা টেলর সুইফট কারো তরফ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।