গত শতকে দেওয়া বিল গেটসের ১০ ভবিষ্যদ্বাণী
না বিল গেটস কোনো জ্যোতিষী নন। তিনি বিশ্বের অন্যতম ধনী মানুষ। তাঁর চেয়ে বড় পরিচয় তিনি একজন উদ্ভাবক। তাঁর তৈরি প্রতিষ্ঠান মাইক্রোসফট পাল্টে দিয়েছে কম্পিউটিংয়ের সংজ্ঞা। ১৯৯৯ সালে বিল গেটস কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন। বিজনেস অ্যাট দ্য স্পিড অব থট বইয়ে নিজের এসব চিন্তাভাবনা লিখেছিলেন গেটস। সেগুলোই প্রকাশ করেছে বিজনেস ইনসাইডার। আজকের ১৬ বছর পর এসে গেটসের সেই সব ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে ফলে গেছে। কী করে ব্যাপারগুলো আগেই বুঝতে পেরেছিলেন বিল গেটস?
ভবিষ্যদ্বাণী ১ : দাম তুলনার সাইট
বিল গেটস লিখেছিলেন, স্বয়ংক্রিয়ভাবে পণ্যের দাম তুলনা করার প্রক্রিয়া চালু হবে। পণ্য কেনার আগে বিভিন্ন ওয়েবসাইট থেকে দাম যাচাই বাছাই করে দেখার সুযোগ পাবেন ক্রেতারা।
ভবিষ্যদ্বাণী ২ : মোবাইল ডিভাইস
বিল গেটস লিখেছিলেন, মানুষ ছোট ছোট ডিভাইস সাথে নিয়ে ঘুরবে। এর মাধ্যমে অন্যদের সাথে তারা যোগাযোগ করবে, খবর পড়তে পারবে, বিমানের টিকিট কাটতে পারবে, শেয়ারবাজারের খবর নিতে পারবে।
ভবিষ্যদ্বাণী ৩ : অনলাইন পেমেন্ট
বিল গেটস লিখেছিলেন, মানুষ অনলাইনে তাদের সব বিল পরিশোধ করতে পারবে। ব্যাংকিংও করতে পারবে অনলাইনে। ডাক্তারের কাছ থেকে পরামর্শও নেবে অনলাইনে।
ভবিষ্যদ্বাণী ৪ : অনলাইন হোম মনিটরিং
বিল গেটস লিখেছিলেন, সার্বক্ষণিক বাড়ির ভিডিও দেখতে পারবে যে কেউ। বাড়িতে না থাকলেও আপনি দেখতে পারবেন আপনার অনুপস্থিতিতে বাসায় কেউ ঢুকল কি না।
ভবিষ্যদ্বাণী ৫ : সোশ্যাল মিডিয়া
বিল গেটস লিখেছিলেন, ব্যক্তিগত ওয়েবসাইটের সংখ্যা বৃদ্ধি পাবে, যেখানে বন্ধুবান্ধব ও পরিবারের লোকজন থাকবে এবং সবার সাথে সবার যোগাযোগ থাকবে। সেখানে সবাই অনলাইন চ্যাটিং করবে এবং বিভিন্ন ইভেন্টের পরিকল্পনা করবে।
ভবিষ্যদ্বাণী ৬ : স্মার্ট বিজ্ঞাপন
বিল গেটস লিখেছিলেন, বিজ্ঞাপনের ধরন পাল্টে যাবে। ক্রেতাদের স্বভাব, কেনার অভ্যাস, জীবনযাপন সবকিছু মিলিয়ে বিজ্ঞাপন দেবে বিজ্ঞাপনদাতারা। মানুষ বুঝে বিজ্ঞাপন দেওয়া হবে।
ভবিষ্যদ্বাণী ৭ : ইন্টারনেটভিত্তিক অনলাইন স্টোর
অনলাইনে যোগাযোগ বৃদ্ধি পাবে। মানুষ অনলাইনেই কেনাকাটা করবে, মূল্য পরিশোধ করবে।
ভবিষ্যদ্বাণী ৮ : অনলাইনে চাকরি
বিল গেটস লিখেছিলেন, সামনের দিনগুলোতে চাকরি-বাকরি অনলাইনে পাওয়া যাবে। চাকরিদাতারা তাদের কী ধরনের কর্মী দরকার তা জানিয়ে অনলাইনে বিজ্ঞপ্তি দেবে। চাকরিপ্রার্থীরাও অনলাইনে আবেদন করবে।
ভবিষ্যদ্বাণী ৯ : স্মার্ট টেলিভিশন
বিল গেটস লিখেছিলেন, টেলিভিশন সম্প্রচারে নতুন মাত্রা যোগ হবে। নিয়মিত টেলিভিশন চ্যানেলের পাশাপাশি ওয়েবসাইট থেকেও সরাসরি টিভি দেখা যাবে। তা ছাড়া টেলিভিশনকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করা যাবে।
ভবিষ্যদ্বাণী ১০ : অনলাইন আলোচনা
বিল গেটস লিখেছিলেন, মানুষ অনলাইনে নানা বিষয় নিয়ে আলোচনা করবে। বিভিন্ন বিষয় নিয়ে আলাদা আলাদা গ্রুপে আলোচনা হবে।