স্টার সিনেপ্লেক্সে ক্রিয়েট অন টিকটকের সমাপনী অনুষ্ঠান উদযাপন
#ক্রিয়েটঅনটিকটক প্রচারের সমাপনী অনুষ্ঠান সৃজনশীলতার শীর্ষে পৌঁছেছে। গত সোমবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে ঢাকা আন্তর্জাতিক মোবাইল ফিল্ম ফেস্টিভ্যাল (ডিআইএমএফএফ) আয়োজিত #ক্রিয়েটঅনটিকটক প্রচারের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
#ক্রিয়েটঅনটিকটক ক্যাম্পেইনটি হলো— টিকটক এবং ঢাকা ইন্টারন্যাশনাল মোবাইল ফিল্ম ফেস্টিভ্যালের মধ্যে একটি সহযোগিতামূলক উদ্যোগ। যার উদ্দেশ্য হচ্ছে মোবাইল ফিল্মমেকিংয়ের মাধ্যমে তরুণদের সৃজনশীলতা বৃদ্ধি করা।
সেদিন সন্ধ্যায় অনুষ্ঠান উপস্থাপকের সকলকে উষ্ণ অভ্যর্থনা জানানোর মাধ্যমে প্রোগ্রামটি শুরু হয়। তারপর আমন্ত্রিত অতিথিরা টিকটক ও ডিআইএমএফ এর কোলাবোরেশানের প্রশংসা করে বক্তব্য রাখেন। টিকটকের প্রতিনিধিরা মোবাইল ফিল্মমেকিংয়ের মাধ্যমে আমাদের ভিজ্যুয়াল ইন্ডাস্ট্রিকে আরও সামনে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ প্রদান করেন।
#ক্রিয়েটঅনটিকটক ক্যাম্পেইনে অংশগ্রহণকারী নির্মাতারা নির্বাচিত ফিল্ম স্ক্রিনি করা হয়। উপস্থিত দর্শকরা সেগুলো উপভোগ করেন। স্ক্রিনিং শেষে একটি ‘প্রশ্ন-উত্তর’ পর্ব শুরু হয়।
ইউল্যাবের প্রো-ভিসিসহ বিশিষ্ট অতিথিরা অনুষ্ঠানটি উপভোগ করেন। প্রো-ভিসি জুড উইলিয়াম হেনিলো মোবাইল ফিল্মমেকিংয়ের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন। তিনি উক্ত ইভেন্টে অংশগ্রহণকারী সবাইকে ধন্যবাদ জানান এবং ডিআইএমএফএফ-এর অব্যাহত সাফল্যে কামনা করেন। সবশেষে তিনি মেধাবী টিকটকারদের হাতে তাদের কাজের স্বীকৃতিস্বরূপ সার্টিফিকেট তুলে দেন।
ডিআইএমএফএফ-এর উপদেষ্টা সৈয়দা মেহজাবিন সাদিয়া অনুষ্ঠানের শেষে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি #ক্রিয়েটঅনটিকটক প্রচারাভিযানটির সঙ্গে সম্পর্কিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠানটি ছিল সৃজনশীলতা, উদ্ভাবন এবং টিকটক ও ডিআইএমএফএফ-এর মধ্যে শক্তিশালী সহযোগিতার এক অনন্য উদযাপন, যার রেশ অংশগ্রহণকারীদের উপর আরও অনেকদিন রয়ে যাবে।