বাংলাদেশ কম্পিউটার সমিতিতে প্রশাসক নিয়োগ
বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাহিদ আফরোজকে বাংলাদেশ কম্পিউটার সমিতির প্রশাসক নিয়োগ করা হয়েছে। গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মহাপরিচালক বাণিজ্য সংগঠন ) ড. নাজনীন কাউসার চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়েছে।
আদেশে বলা হয়েছে, নিয়োগকৃত প্রশাসক ১২০ দিনের মধ্য একটি সুস্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবে।
এ বিষয়ে বাংলাদেশ কম্পিউটার সমিতি সূত্র জানিয়েছে, সব ইসি পদত্যাগ করার পর স্মার্ট টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলামকে অন্তর্বর্তীকালীন কমিটির প্রধান করে ডিটিওতে আবেদন করা হলে সেটি অনুমোদন দেয়া হয়নি। পরে নতুন করে প্রশাসক নিয়োগ করা হলো।
ফলে তিনি আজ বৃহস্পতিবার নতুন অফিস শুরু করতে পারেন।