ঘরে বসেই ঘুরে আসুন বিশ্বখ্যাত সব জাদুঘর থেকে
নতুন কিছু জানার প্রতি মানুষের আকর্ষণ দুর্নিবার। অনেকের পক্ষেই চেনা পরিবেশ ছেড়ে ঘুরে বেড়ানো ও তাতে অভ্যস্ত হওয়া সম্ভব হয় না। তবে এর ফলে কখনোই ভ্রমণ থেকে বিরত থাকা উচিত নয়। করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এখন সশরীরে জাদুঘরে যাওয়া সম্ভব নয়। কিন্তু স্বেচ্ছা-সংগরোধের এই সময়ে ঘরে বসে থেকে বিরক্ত হচ্ছেন অনেকেই। তাই প্রযুক্তির সীমাহীন উৎকর্ষকে ব্যবহার করে চাইলে ঘরে বসেই ঘুরে আসতে পারেন ১৭টি বিশ্বখ্যাত জাদুঘর থেকে। হারিয়ে যেতে পারেন দুর্লভ সব শিল্পকর্ম নিদর্শনের মাঝে।
চলুন, জেনে নেওয়া যাক বিশ্ববিখ্যাত ১৭টি জাদুঘরের আদ্যোপান্ত। আপনি চাইলেই ভ্রমণবিষয়ক ওয়েবসাইট ‘ইনুইগান’-এ প্রবেশ করে এসব জাদুঘর ঘুরে দেখতে পারেন।
ব্রিটিশ জাদুঘর
হাজারো ঐতিহাসিক নিদর্শনের তীর্থস্থান যুক্তরাজ্যে অবস্থিত ব্রিটিশ মিউজিয়াম। এর অবারিত সংগ্রহ দেখতে দেখতে সশরীরে সেখানে সারা দিনও কাটিয়ে দেওয়া সম্ভব। তবে অনলাইনেও ঘরে বসে ঐতিহাসিক ‘রোসেটা পাথর’ ও ‘মিসরের মমি’ দেখতে পারেন আপনি।
ফ্রান্সের ল্যুভর জাদুঘর
ফ্রান্সের ল্যুভর জাদুঘর বিশ্বের সর্ববৃহৎ জাদুঘর। এটি বিশ্বের খ্যাতনামা শিল্পীদের শিল্পকর্মে সমৃদ্ধ। এর বৈচিত্র্যময় সংগ্রহ দেখতে দেখতে সারা দিন কাটিয়ে দেওয়া যায়। তবে অনলাইনে আপনি অ্যাপোলো গ্যালারি ও মিসরীয় নানা নিদর্শন দেখার সুযোগ পাবেন।
নিউইয়র্কের গুগেনহেম জাদুঘর
মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত গুগেনহেম জাদুঘর। ফ্রাঙ্ক লয়েড রাইটের নকশায় এতে আধুনিক বেশ কিছু শিল্পকর্ম রয়েছে। জাদুঘরটি তাঁর অনন্য স্থাপত্যের জন্য কেবল নিউইয়র্কে নয়, সারা বিশ্বেই বিখ্যাত। অনলাইনে আপনি সমৃদ্ধ এই জাদুঘর ঘুরে দেখতে পারেন নিমেষেই।
তুরস্কের রাহমি এম কক জাদুঘর
তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত রাহমি এম কক জাদুঘর। সময়ের সঙ্গে সঙ্গে এর সংগ্রহ আরো বাড়ছে। এতে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন হয়ে থাকে। ঘরে বসেই আপনি এই জাদুঘর দেখতে পারবেন এবং শিল্প ও যোগাযোগব্যবস্থার উন্নতির ইতিহাস সম্পর্কে জানতে পারবেন।
ফ্রান্সের মুসে ডি ওরসে
ফ্রান্সের বিখ্যাত চিত্রশিল্পী ক্লদ মোনেত, এডগার ডেগাস, পিয়েরে-অগস্তে রেনরের অসাধারণ সব শিল্পকর্মের দেখা মিলবে ফ্রান্সের মুসে ডি ওরসে জাদুঘরে। মাত্র এক ক্লিকে ঘরে বসে ঐতিহাসিক সব শিল্পকর্ম দেখে আসতে পারেন আপনি।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গ্যালারি অব আর্ট
মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বিখ্যাত জাদুঘর ন্যাশনাল গ্যালারি অব আর্ট। এতে দুই হাজারের অধিক শিল্পকর্ম রয়েছে। বিখ্যাত চিত্রশিল্পী পল মেলন, এলসা মেলন ব্রুস, লেসিং জে রোসেনওয়াল্ড, স্যামুয়েল হেনরি ক্রেস, রুশ হ্যারিসন ক্রেস, পিটার অরেল ব্রাউন ওয়াইডনার, জোসেফ ই ওয়াইডনার ও চেস্টার ডেলের দানকৃত শিল্পকর্ম নিয়ে গড়ে উঠেছে জাদুঘরটি। ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে বিনামূল্যেই আপনি সেগুলো দেখতে পারেন।
বার্লিনের পারগ্যামন জাদুঘর
জার্মানির বার্লিনে অবস্থিত এই জাদুঘরে আপনি তুরস্কের বারগামা ও মিলেত ভ্রমণ করতে পারবেন। মনে হবে আপনিও চলে গেছেন সেই বহুশ্রুত আনাতোলিয়া এলাকায়। এ ছাড়া ব্যাবিলনের ইশটার গেইটসহ ভার্চুয়ালি বহু নিদর্শন দেখতে পাবেন।
নেদারল্যান্ডসের রিজক্স জাদুঘর
নেদারল্যান্ডসের অন্যতম গুরুত্বপূর্ণ জাদুঘর রিজক্স মিউজিয়াম। রেমব্রান্ট হারমেন্সজুন ভ্যান রিজিন ও জ্যান ভারমারসহ নেদারল্যান্ডসের সোনালি যুগের শিল্পীদের শিল্পকর্মের দেখা মিলবে এখানে। জাদুঘরটি বিশ্বের অন্যতম সমৃদ্ধ সংগ্রহশালা হিসেবে পরিচিত।
ইস্তাম্বুলের টয় জাদুঘর
তুরস্কের ইস্তাম্বুলের গোজটেপে অবস্থিত এই জাদুঘর তরুণ থেকে শুরু করে বৃদ্ধদেরও চোখ জুড়ায়। এতে মধ্যযুগ থেকে শুরু করে শিল্পবিপ্লবের সময়কার বিভিন্ন পুতুলের দেখা মিলবে।
নেদারল্যান্ডসের ভ্যান গঘ জাদুঘর
নেদারল্যান্ডসের চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘ মাত্র ১০ বছরে দুই হাজারের বেশি চিত্রকর্ম সম্পন্ন করেন। মাত্র ৩৭ বছর বয়সে মারা যাওয়া এই শিল্পীর কাজগুলো এখন বিশ্বজুড়ে ব্যাপকভাবে সমাদৃত। তাঁর মৃত্যুর পর ভিনসেন্টের ভাই থিয়ো ভ্যান গঘ তাঁর শিল্পকর্মগুলো সংগ্রহ করতে সাহায্য করেন এবং জাদুঘরটি প্রতিষ্ঠার উদ্যোগ নেন। আর এখন আপনি ঘরে বসেই অনলাইনে ঘুরে আসতে পারেন সেই জাদুঘর থেকে।
ইতালির উফিজি গ্যালারি
রেনেসাঁ সময়কালের শিল্পকর্ম নিয়ে গড়ে উঠেছে উফিজি গ্যালারি। জাদুঘরটি ইতালির ফ্লোরেন্সের অন্যতম পর্যটনকেন্দ্র। এতে সান্দ্রো বতিচেল্লি, ফ্লিপ্পো লিপ্পিসহ খ্যাতনামা শিল্পীদের শিল্পকর্ম স্থান পেয়েছে। দারুণ এই জাদুঘরটিতে যদি আপনার যাওয়ার সৌভাগ্য না হয়, তাহলে হতাশ হওয়ার কিছু নেই। অনলাইনে আপনি ঘুরে দেখতে পারেন এই জাদুঘর।
ভ্যাটিকান জাদুঘর
পৃথিবীর সবচেয়ে ছোট দেশের সবচেয়ে বড় জাদুঘর এটি। প্রতিবছর স্থানটিতে হাজার হাজার পর্যটক ভিড় করেন। জাদুঘরটির দেয়ালে অনবদ্য কারুকার্য দেখতে দেখতে আপনার কমপক্ষে এক ঘণ্টা লেগে যেতে পারে। আপনি ঘরে বসেই এর সংগ্রহগুলো দেখতে পারবেন।
নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট
বিশ্বের অন্যতম সমৃদ্ধ জাদুঘর বলা হয় মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টকে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত এই জাদুঘরে ২০ লাখের বেশি শিল্পকর্ম রয়েছে। পল জ্যাকসন পোলক ও ভ্যান গঘের মতো বিখ্যাত শিল্পীদের অসাধারণ কাজগুলো আপনি চাইলেই অনলাইনে দেখতে পারেন।
রাশিয়ার হারমিটেজ জাদুঘর
রাশিয়ার হারমিটেজ জাদুঘরে ত্রিশ লাখের বেশি শিল্পকর্ম রয়েছে। চিত্রকর্মের বিশাল সংগ্রহের কারণে এটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান করে নিয়েছে। এর ভবনটিকেও বিশ্বের অন্যতম সেরা স্থাপত্য নিদর্শন হিসেবে বিবেচনা করা হয়। মাত্র এক ক্লিকে আপনি এর অনন্য সংগ্রহ দেখে নিতে পারেন ঘরে বসেই।
ইস্তাম্বুলের প্যানোরমা ১৪৫৩ ঐতিহাসিক জাদুঘর
তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত প্যানোরমা ১৪৫৩ হিস্ট্রি মিউজিয়ামটি আপনাকে সুলতান মেহমেতের ইস্তাম্বুল বিজয়ের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। ঘরে বসেই আপনি এই জাদুঘরের অনন্য সব নিদর্শন দেখে নিতে পারেন।
দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল মিউজিয়াম অব মডার্ন অ্যান্ড কন্টেম্পোরারি আর্ট
দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত এই জাদুঘরটি আধুনিক শিল্পকলার অন্যতম সমৃদ্ধ জাদুঘর হিসেবে পরিচিত। পৃথিবীর যেকোনো প্রান্তে বসেই আপনি এই জাদুঘরের সংগ্রহগুলো চোখ বুলিয়ে নিতে পারবেন।
দালি জাদুঘর
মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত এই জাদুঘর শিল্পী সালভাদর দালির জীবদ্দশায় একটি মিউনিসিপ্যাল থিয়েটার ছিল। তিনি এখানে প্রথম তাঁর চিত্রকর্ম প্রদর্শনের আয়োজন করেছিলেন। জাদুঘরে পরিণত হওয়া স্থানটিতে এখন দালির চার হাজার শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। আনন্দের ব্যাপার হচ্ছে, ঘরে বসেই দালি জাদুঘরে আপনি অবাধে বিচরণ করতে পারবেন।
সূত্র : ডেইলি সাবাহ, ইস্তাম্বুল