বিশ্বের ১০টি রঙিন হ্রদ এবং নদী
বিশ্বজুড়ে রঙিন হ্রদ এবং নদীগুলো সত্যিই খুব সুন্দর। বেশিরভাগ মানুষ মনে করে পানি নীল হওয়ার কারণে চারপাশের মহাসাগরগুলো নীল। কিন্তু এটি সত্য নয়। পানি আসলে পরিষ্কার। তাই আমরা হ্রদ, মহাসাগর এবং অন্যান্য পানিতে যে রঙ দেখি তা আসলে পানির মধ্যে থাকা বিভিন্ন কণার আলোর প্রতিসরণ।
সূর্যের আলো সমুদ্রে প্রবেশ করে। যা কিনা খুব দ্রুত শোষিত হয়। এর ফলে সমুদ্র নীল দেখায়। বিশাল জলরাশি মহাবিশ্বের সর্বশ্রেষ্ঠ রহস্যে ভরা বলে মনে হয়। বিশ্বের কয়েকটি রঙিন হ্রদ এবং নদী রয়েছে যার সৌন্দর্য আপনাকে স্তব্ধ করে দেবে!
লেগুনা কলোরাডা, বলিভিয়া
লেগুনা কলোরাডা অর্থ হচ্ছে রেড লেক। জনশ্রুতি আছে যে, হ্রদটি দেবতাদের রক্তে ভরা বলেই লাল রঙ। এটি বলিভিয়ার সবচেয়ে অবিশ্বাস্য প্রাকৃতিক আশ্চর্য।
লেক হিলিয়ার, অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়ার লেক হিলিয়া বাবলগাম গোলাপি রঙের। এটি একটি অত্যাশ্চর্য। হ্রদটি মাত্র ১৯৭০ ফুট লম্বা এবং ৮২০ ফুট চওড়া।
ক্যানো ক্রিস্টালেস, কলম্বিয়া
রংধনু রঙের এই নদীটি পৃথিবীর সবচেয়ে সুন্দর নদী। এটি সেরানিয়া দে লা ম্যাকারেনাতে অবস্থিত। নদীটি পাঁচ রঙের নদী নামেও পরিচিত। এই নদীতে বিদ্যমান শৈবালের কারণে এসব রং উৎপন্ন হয়।
রিও নিগ্রো, আমাজন
রিও নিগ্রো বিশ্বের বৃহত্তম কালো পানির নদী। এটি আমাজনের বৃহত্তম উপনদী। এর পানির রঙ কালো চায়ের মত।
ওকামা ক্রেটার লেক, জাপান
এই হ্রদটি জাও পর্বতে অবস্থিত। মাউন্ট বান্দাইয়ের অগ্ন্যুৎপাতের পরে এটি তৈরি হয়েছিল। পাঁচ রঙের হ্রদ নামেও পরিচিত এটি। ওকামা ক্রেটার লেক বিশ্বের সবচেয়ে সুন্দর হ্রদগুলোর মধ্যে একটি।
হলুদ নদী , চীন
হলুদ নদী, হুয়াং হে নামেও পরিচিত। চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী এটি। বিশ্বের দীর্ঘতম নদীগুলোর মধ্যে একটি।
কেলিমুতু হ্রদ, ইন্দোনেশিয়া
কেলিমুতু আগ্নেয়গিরির শীর্ষের প্রতিটি হ্রদের একটি আলাদা ছায়া রয়েছে। যা কিনা খুবই আশ্চর্যজনক। তবে আশ্চর্যের বিষয়, এই হ্রদ সর্বদা তাদের রঙ পরিবর্তন করে।
লাল নদী, উত্তর আমেরিকা
উত্তর আমেরিকার লাল নদীটি রেড রিভার ভ্যালির মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। যা মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটা এবং উত্তর ডাকোটা রাজ্যের মধ্যে একটি সীমানা তৈরি করেছে। এই নদীর লাল পানি চারদিকের দৃশ্যকে অন্যরকম সৌন্দর্য প্রদান করে।
ড্রিনা, সার্বিয়া
এর নদীর পানি সবুজ। এর চেয়ে সন্দর সবুজ হয়ত আর কোথাও দেখা যাবে না। ৩৪৬ কিলোমিটার দীর্ঘ এই নদীটিকে সার্বিয়ার সবচেয়ে সুন্দর নদীগুলোর মধ্যে একটি হিসেবে গণ্য করা হয়।
সেলেস্ট নদী, কোস্টারিকা
কোস্টারিকার টেনোরিও আগ্নেয়গিরি জাতীয় উদ্যানে সেলেস্ট নদী অবস্থিত। নদীটি তার অদ্ভুত ফিরোজা পানির ছায়ার জন্য বিখ্যাত। এই ছায়াটি সালফার এবং ক্যালসিয়াম কার্বনেটের মধ্যে সঞ্চালিত একটি রাসায়নিক বিক্রিয়ার কারণে ঘটে।
সূত্র- টাইমস অব ইন্ডিয়া