বিশ্বের প্রাচীনতম হোটেল
বিশ্বের প্রাচীনতম হোটেলটির বয়স কত সে সম্পর্কে কোনো অনুমান করতে পারবেন? প্রায় ১৩১৮ বছর! এটি ৭০৫ খ্রিস্টাব্দে খোলা হয়েছিল। যেখানে আপনি আজও থাকতে পারবেন। হোটেলটিকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা বিশ্বের প্রাচীনতম হোটেল হিসাবেও ঘোষণা করা হয়েছিল। যদিও বিশ্বজুড়ে এমন অনেক প্রাচীন হোটেল রয়েছে। তবে জাপানের এই হোটেলটি বাকি সব হোটেলের বয়সকে ছাড়িয়ে গেছে। হোটেলটির নাম নিশিয়মা ওনসেন কেইউনকান হোটেল।
একই পরিবারের ৫২ প্রজন্ম এই হোটেলের মালিকানাধীন বজায় রেখেছেন। বছরের পর বছর ধরে এটিকে আধুনিকীকরণ করা হয়েছে।
হোটেলটি আকাইশি পর্বতমালার পাদদেশে অবস্থিত। ফুজিওয়ারা মাহিতো নামে একজন এই হোটেলটি প্রতিষ্ঠা করেছিলেন। তার পরিবার আগে থেকেই আতিথেয়তা শিল্পে বিশেষজ্ঞ ছিলেন। বর্তমানে হোটেলটিতে আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে। পাশাপাশি, হোটেলটি আপনাকে মনোরম দৃশ্য দেবে। কথিত আছে যে, ফুজিওয়ারা মাহিতো যখন এই স্থানটি প্রতিষ্ঠা করেছিলেন, তখন এর নাম রাখা হয়েছিল কেইউনকান। কারণ এটি কেইউন যুগে প্রতিষ্ঠিত হয়েছিল। এখনও এই জায়গাটি জাপানি সংস্কৃতির অপরিবর্তনীয় আতিথেয়তার মূর্ত প্রতীক।
সূত্র- টাইমস অব ইন্ডিয়া