ভিসা থাকলেও ভারতের যে জায়গা ভ্রমণ করতে পারবেন না
বাংলাদেশিরা বেশিরভাগ সময় পার্শ্ববর্তী দেশ ভারতে ঘুরতে যায়। যাতায়াতে সহজলভ্যতা থাকার কারণেই এমনটা হয়। ভারত অনেক বড় একটি দেশ। এর সবগুলো প্রদেশ ঘুরে দেখতে বছরখানেক সময় লেগে যেতে পারে। তবে ভিসা থাকা সত্ত্বেও আপনি ভারতের একটি জায়গা ঘুরতে পারবেন না। আর সেটি হল চক্রাতা।
সবুজ প্রকৃতি, পরিষ্কার আকাশ, মনোরম আবহাওয়া এবং প্রচুর পরিমাণে প্রশান্তি চক্রাতায়। ঋষিকেশের নিকটবর্তী এই হিল স্টেশনটি যেনো আশীর্বাদপ্রাপ্ত। কিন্তু এই জায়গাটি দেখার জন্য আপনাকে একজন ভারতীয় নাগরিক হতে হবে।
উত্তরাখণ্ডের দেহরাদুন থেকে ৯০ কিলোমিটার দূরে অবস্থিত চক্রাতা। ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন অনুসারে, এটি কেবল মাত্র ভারতীয় নাগরিকদের জন্য উন্মুক্ত। চক্রাতা ভ্রমণ করতে হলে আপনাকে অবশ্যই ভারতীয় নাগরিকত্বের প্রমাণ বহন করতে হবে। এটি সামরিক সেনানিবাস দ্বারা সীমাবদ্ধ।
চক্রাতায় রয়েছে দেওবান, বুধের গুহা, টাইগার জলপ্রপাত, চিমিরি টপ, মৈলা টপ এবং আরও অনেক কিছু। এই ছোট শহরটি ২-৩ দিনের মধ্যেই ঘুরে দেখা যায়। এখানে ট্রেকিং-এরও ব্যবস্থা রয়েছে।
১৯ শতকের শেষের দিকে চক্রতা ব্রিটিশ ভারতীয় সেনানিবাস হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে ব্রিটিশ সৈন্যদের জন্য একটি সামরিক ঘাঁটি এবং প্রশিক্ষণ কেন্দ্র ছিল। বর্তমানে নাকি এখনও এটি রয়েছে। এই মনোরম জায়গাটি স্বাধীনতার পরেও ভারতীয় সেনাবাহিনীর অধীনে একটি সামরিক সেনানিবাস হিসাবে কাজ করে চলেছে। তাই এখানে ভ্রমণ করার সীমাবদ্ধতা রয়েছে।
সূত্র- এনডিটিভি