বিশ্বের সবচেয়ে বড় জাহাজে ভ্রমণের খরচ কত?
ভ্রমণ করতে কে না পছন্দ করে? ভ্রমণের পরিকল্পনা করতে গেলে সবাই উত্তেজিত অবস্থায় থাকে। আর সেই পরিকল্পনা যদি হয় বিশ্বের সবচেয়ে বড় ক্রুজে চড়ার জন্য, তাহলে তা হবে আরও আকর্ষণীয়। এরকম অসাধারণ অভিজ্ঞতা কে না চায়? প্রায় ১,২০০ ফুট (৩৬৬ মিটার) উচ্চতার বিশ্বের বৃহত্তম ক্রুজ জাহাজ ‘আইকন অব দ্য সিস’। এটি টাইটানিকের থেকেও ৫ গুণ বড়। জাহাজটি প্রায় ১৯-২০ তলা বিশিষ্ট। পুরো জাহাজটি আনুমানিক ৫,৬১০ জন যাত্রী এবং ২,৩৫০ জন ক্রু্কে বহন করতে সক্ষম।
‘আইকন অব দ্য সিস’ আগামী বছরের শুরুতে যাত্রা করার জন্য প্রস্তুত রয়েছে। এটি যাত্রীদের একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা দেবে। পাশাপাশি, একটি রাজকীয় ট্রিপও দেবে। এখন ধারণা করুন যে, এই বিলাসবহুল জাহাজটিতে ভ্রমণ করতে আনুমানিক কত খরচ হতে পারে? মিয়ামি থেকে পশ্চিম ক্যারিবিয়ান পর্যন্ত যাত্রা করার জন্য ক্রুজের একটি অভ্যন্তরীণ রুমের জন্য আপনাকে গুণতে হবে প্রায় ১,৮৫১ মার্কিন ডলার। যা কিনা বাংলাদেশি টাকার দুই লাখেরও বেশি। এটিই আইকন অব দ্য সিসের সবচেয়ে সস্তা টিকিট। সবচেয়ে ব্যয়বহুল স্যুটটিতে ভ্রমণের জন্য আপনাকে গুণতে হবে প্রায় ১০,৮৬৪ মার্কিন ডলার। তবে বছরের সময়ের উপর নির্ভর করে দাম ওঠানামা করতে পারে।
‘আইকন অব দ্য সিস’-এ যাত্রীদের জন্য বেশ কিছু অ্যাডভেঞ্চার মূলক ক্রিয়াকলাপও রয়েছে। এই জাহাজে ছয়টি স্লাইড সহ সমুদ্রের বৃহত্তম ওয়াটারপার্ক রয়েছে। এটি বিশ্বের প্রথম উন্মুক্ত ওয়াটারস্লাইড। এ ছাড়াও, জাহাজটিতে সাতটি পুল রয়েছে। জাহাজের ১৯ তলায় রয়েছে লাইভ মিউজিকের ব্যবস্থা। এখান থেকে আপনি সমুদ্রের শ্বাসরুদ্ধকর দৃশ্য উপভোগ করতে পারবেন। এই জাহাজে আপনি একটি ইনফিনিটি পুলও পাবেন। প্রযুক্তিগতভাবে যা সমুদ্রে প্রথম। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ‘আইকন অব দ্য সিস’ নিয়ে নানা রকমের পোস্ট দেখা যাচ্ছে। তার মধ্যে টাইটানিকের সাথে তুলনা করা সবচেয়ে জনপ্রিয়। এ নিয়ে সবার মাঝেই রয়েছে বেশ কৌতূহল।
সূত্র- এনডিটিভি