স্যান্ডউইচ কাটার জন্য পর্যটককে দিতে হল অতিরিক্ত ২৫০ টাকা!
আমাদের দেশে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে 'পরিষেবা' ট্যাক্স দিতে হয়। যার মানে সার্ভিস চার্জ। এটি আপনার বিলের সাথে যুক্ত করা হয়। কিন্তু ভ্রমনে গেলে একটু সতর্ক থাকবেন। পকেট খালি করে দেয় এমন খাবার খাওয়া থেকে নিজেকে দূরে রাখুন। সেখানকার রেস্টুরেন্টগুলোর নিয়মনীতিও জেনে নিন। তা না হলে পকেট থেকে টাকা খসে পড়তে সময় লাগবে না।
সম্প্রতি ইতালিতে এক পর্যটক ওয়েটারকে তার স্যান্ডউইচ অর্ধেক কেটে দিতে বলেন। এর জন্য তাকে অতিরিক্ত দুই ইউরো বিল পে করতে হয়। ইতালির লেক কোমোর কাছে গেরা লাইওতে বার পেস নামে একটি রেস্টুরেন্ট রয়েছে। আর সেখানেই এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই দর্শনার্থী টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, ইতালিতে তার রেস্টুরেন্টের অভিজ্ঞতা তেমন ভালো ছিল না। রিভিউ দিতে বলা হলে তিনি রেস্টুরেন্টটিকে ওয়ান স্টার রিভিউ দেন।
রিপোর্ট অনুযায়ী, ঐ পর্যটক একটি ওয়েবসাইটে তার বিলের রসিদটি আপলোড করেছিলেন। যেখানে 'ডিভিসো এ মেটা' বলে একটি কথা লিখা ছিল। যার মানে, স্যান্ডউইচ ভাগ করার জন্য দুই ইউরো চার্জ করা হয়েছিল। যা বাংলাদেশি টাকার প্রায় ২৫০ তাকা। তিনি স্যান্ডউইচটি তার বন্ধুর সাথে ভাগ করতে চেয়েছিলেন। তাই ওয়েটারকে কেটে দিতে বলেছিলেন। স্যান্ডউইচের পাশাপাশি কোকাকোলা এবং এসপ্রেসো কফিও তাদের মেন্যুতে ছিল।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, রেস্তোঁরাটির মালিক স্যান্ডউইচ কাটার জন্য অতিরিক্ত চার্জকে সমর্থন করেছেন। তিনি আরও যোগ করেছেন যে, অতিরিক্ত অনুরোধগুলো ব্যয়ের সাথে যোগ করা হয়। স্যান্ডউইচ কাটার জন্য তাদের একটির পরিবর্তে দুইটি প্লেট ব্যবহার করতে হয়েছিল। সেগুলো ধোয়ার জন্য দ্বিগুণ সময় নিয়েছিল। স্যান্ডউইচটি সাধারণ টোস্টেড না হওয়াতে, দুই টুকরো করতে তাদের সময় লেগেছিল। মালিক আরও জানান, গ্রাহক যদি সেখানে বিল নিয়ে আপত্তি করত তাহলে তারা চার্জ সরিয়ে নিতেন।
সূত্র- টাইমস অব ইন্ডিয়া