অক্সিজেনের জন্য মেক্সিকো সিটিতে লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির হাসপাতালগুলো কোভিড-১৯ রোগীতে ভরে গেছে। বেড়ে যাওয়া করোনা রোগীদের বাড়িতে চিকিৎসার জন্য অক্সিজেন কিনতে তাদের স্বজনদের লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।
মেক্সিকো সিটির রাস্তায় গতকাল শুক্রবার অক্সিজেন কেনার অপেক্ষায় রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা গেল ৩৩ বছর বয়সী এদুয়ার্দো মার্তিনেজ নামের এক ব্যক্তিকে। তাঁর ৫৫ বছর বয়সী মা কোভিড- ১৯ রোগী। লাইনে দাঁড়িয়ে অক্সিজেন ট্যাংক রিফিল করার অপেক্ষা করছিলেন মার্তিনেজ।
মেক্সিকো সিটিতে আংশিক লকডাউন সত্ত্বেও মার্তিনেজের দুই প্রতিবেশী সম্প্রতি করোনায় মারা গেছেন।
মার্তিনেজ বলেন, ‘আমরা যেখানে থাকি সেখানে লোকজন খুবই বেপরোয়া আর বেকুব। তারা মাস্ক পরে না।’
গত ডিসেম্বরের মাঝামাঝি থেকে ৯০ লাখ অধিবাসীর মেক্সিকো সিটিতে সর্বোচ্চ সতর্কমূলক পরিস্থিতি জারি রয়েছে। কোভিড-১৯-এর সংক্রমণ বাড়ায় শহরের হাসপাতালগুলোর ৯০ শতাংশের বেশি শয্যা রোগীতে ভরে আছে।
শহরের অদরকারি কর্মকাণ্ড বন্ধ রাখা হয়েছে। সরকারি হিসেবে মেক্সিকো সিটিতে করোনায় ২৬ হাজারেরও বেশি লোক মারা গেছে। আক্রান্তের সংখ্যা দেশব্যাপী প্রায় এক লাখ ৪৭ হাজার। এ প্রেক্ষাপটে অক্সিজেনের চাহিদা বেড়ে প্রবল হয়েছে।
তেইশ বছর বয়সী মেডিকেল শিক্ষার্থী ইলিয়ানা রুইজ চারদিন ধরে তাঁর ভার্চুয়াল ক্লাস করতে পারছেন না। কারণ তিনি তাঁর এক স্বজনের জন্য ওষুধ অক্সিজেনের খোঁজে আছেন।
বাড়িতে থাকা অসুস্থ স্বজনের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা ভিরিদিয়ানা ভ্যালেঞ্চিয়া খুবই উদ্বিগ্ন। কারণ অক্সিজেন কেনার লাইন খুবই দীর্ঘ।